আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:০৭
নিজস্ব প্রতিবেদক :মাহমুদ জিন্স লিমিটেডের মালিক ও উপ-ব্যবস্থাপনা পরিচালকের ছেলে রাফি মাহমুদকে গতকাল (২৮ নভেম্বর) মারধর করেছে কারখানার শ্রমিকরা, যারা তাদের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে।
রাফি, যিনি বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যাসোসিয়েশনের (বায়লা) সহ-সভাপতিও, তিনি আজ (২৯ নভেম্বর) বায়লার সদস্যদের কাছে এক বিবৃতিতে বলেছেন, “তারা[শ্রমিকরা] গতকাল আমাকে হত্যার চেষ্টা করেছিল। আমি কথা বলতেও পারিনি। দুই মিনিট আগে জনতা চারদিক থেকে আক্রমণ শুরু করে।”
“পরে আমাকে টেনে নিয়ে ফ্লাইওভারের নিচে চাপা দেওয়া হয় এবং বড় ইট, ধাতব রড এবং গাছের ডাল দিয়ে লাঞ্ছিত করা হয়। আমার মাথার পিছনে আঘাতের সাথে সাথে আমি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাই।
“পরে যখন আমি সচেতন হলাম, আমি অনুভব করলাম যে তারা আমার ঘাড় চেপে ধরে আমাকে আমার কারখানায় টেনে নিয়ে যাচ্ছে এবং পরে তারা আমাকে ভিতরে আটকে রেখেছে,” তার বিবৃতি যোগ করেছে।
গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স লিমিটেডের শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে সারাদিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।এসময় সকাল ৯টা থেকে অবরোধ শুরু হলে উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
তবে রাত ৮টার দিকে যানজট নিরসনে মহাসড়কের একপাশে অবরোধ তুলে নেওয়া হয়।
পুলিশ ও শ্রমিকরা বলেছেন যে শ্রমিকদের এক মাসের বকেয়া মজুরি, পরিষেবার সুবিধা এবং কারখানার কিছু কর্মকর্তাদের ছয় থেকে নয় মাসের বিলম্বিত বেতন সহ বকেয়া বকেয়া নিয়ে বিক্ষোভ শুরু হয়েছিল।
শ্রমিকরা আরও জানান, অগাস্ট মাসে তাদের বকেয়া মজুরির জন্য দীর্ঘ বিক্ষোভ করতে হয়েছিল, যা তখন পাঁচ মাস জমেছিল। মালিকরা তখন কিছু অর্থ পরিশোধ করলেও কিছু শ্রমিকের বকেয়া রয়ে গেছে।
সূত্র জানায়, রাফি মাহমুদ বকেয়া পরিশোধ করতে সম্পত্তি বিক্রির চেষ্টা করছেন। গতকাল সন্ধ্যায় তিনি কারখানায় শ্রমিকদের পাওনা নিয়ে আলোচনা করতে গেলে ওই সময় তার ওপর হামলা হয়।
বায়লার সদস্যদের কাছে বার্তায় রাফি মাহমুদ আরও জানান, তার মোবাইল ফোন ও তার সব জিনিসপত্র চুরি হয়েছে।
তিনি আরও বলেন এটি পূর্ব পরিকল্পিত ছিল এবং আমি তাদের গ্রুপে কথোপকথনের প্রমাণ পেয়েছি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |