আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:০৩
ঢাকা : বগুড়ার গাবতলী উপজেলার দুটি স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এতে করে স্কুলগুলোর আগের নাম বহাল থাকবে বলে জানিয়েছেন আইনজীবী।
স্কুল দুটি হলো শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, যা পরে নাম করা হয় সুখানপুকুর বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়। আরেকটি হচ্ছে গাবতলী শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়, যা পরে নাম করা হয় গাবতলী পূর্বপাড়া উচ্চ বিদ্যালয়।
আজ সোমবার এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যরিস্টার রুহুল কুদ্দুস। সঙ্গে ছিলেন মো. আকতার রসুল মুরাদ, নুসরাত ইয়াসমিন, আব্দুল্লাহিল মারুফ ফাহিম ও নুরে আলম সিদ্দিকী।
এর আগে গত ১৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুল হাসান স্কুল দুটির নাম পরিবর্তন করার আদেশ দিয়েছিলেন। পরে এ আদেশের বৈধতা চ্যালেঞ্চ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল।
রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘২০০০ সালে প্রথম স্কুলটি শহীদ জিয়া উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়। স্কুলের সব কার্যক্রম সেই নামেই পরিচালিত হয়ে আসছিল। কিন্তু চলতি বছরের ১৯ এপ্রিল এই নামটি পরিবর্তন করা হয় কোনো কারণ উল্লেখ ছাড়াই। অন্যদিকে ১৯৯৬ সালে গাবতলী শহীদ জিয়া উচ্চ বিদ্যালয় নামে স্কুলটি প্রতিষ্ঠা করা হয় এবং এই নামেই স্কুলের সব কাজ পরিচালিত হয়ে আসছিল, কিন্তু চলতি বছরের ১৯ এপ্রিল এই নামটি পরিবর্তন করা হয় কোনো কারণ উল্লেখ ছাড়াই।’
এ বিষয়টি চ্যালেঞ্চ করেই রিট দায়ের করেছিলেন মো. রুহুল কুদ্দুস কাজল। পরে শুনানি নিয়ে হাইকোর্ট আজ এ আদেশ দেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |