আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:২৬
বিডি দিনকাল ডেস্ক:- বগুড়া জেলা কৃষকদলের আহবায়ক আলহাজ¦ আকরাম হোসেন মন্ডল গতকাল রাত ৮ টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। আলহাজ¦ আকরাম হোসেন মন্ডল এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “আলহাজ¦ আকরাম হোসেন মন্ডল এর মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণের একান্ত অনুসারী মরহুম আলহাজ¦ আকরাম হোসেন মন্ডল বগুড়া জেলা কৃষকদলের একজন বলিষ্ঠ নেতা হিসেবে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে নিবেদিতপ্রাণ ছিলেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের জন্য তাকে সংগঠনের নেতাকর্মীদের চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল পৃথক শোকবার্তায় বগুড়া জেলা কৃষকদলের আহবায়ক আলহাজ¦ আকরাম হোসেন মন্ডল এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, বগুড়া জেলা কৃষকদলের আহবায়ক হিসেবে সংগঠনকে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে তিনি মনেপ্রাণে কাজ করেছেন। তার মৃত্যুতে বগুড়া জেলা কৃষকদলের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।
নেতৃদ্বয় শোকবার্তায় মরহুম আলহাজ¦ আকরাম হোসেন মন্ডলকে একজন ধর্মপরায়ণ, সৎ ও সজ্জন মানুষ হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকে ¤্রয়িমান পরিবারবর্গ ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |