আজ সোমবার | ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪৩
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট জেলা প্রতিনিধি ঃ -হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন বঙ্গবন্ধুর জন্ম না হলে, আর দেশ স্বাধীন না হলে ফিলিস্তিনীদের মতো আমাদেরও নীজভুমে পরবাসী হতে হতো। এ দেশে বিহারী, খান, পাঠানদের অত্যাচার নির্যাতন সয্য করতে হতো। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন পকিস্তানী পন্থী কুলাঙ্গাররা দেশকে অস্থিতিশীল করতে মাঠে নেমেছে। তাদের আর নাশকতা ও সন্ত্রাস করতে দেওয়া হবে না। তাদের প্রতিহত করা হবে। আমরা যখন ঘুমিয়ে থাকি জননেত্রী শেখ হাসিনা তখন জেগে জেগে দেশের ও মানুষের কল্যানের জন্য কাজ করেন। তিনি শুধু পদ্মা সেতু নির্মান ও অবকাঠামোই তৈরী করছেন না, যে উন্নয়নে মানুষের মঙ্গল ও কল্যাণ হবে তিনি সেই কাজটিই করে যাচ্ছেন। রবিবার দুপুরে কালেক্টরেট মাঠে জেলা প্রশাসন আয়োজিত ‘রূপকল্প ২০৪১ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ’ ২ দিন ব্যাপী সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সেমিনারে জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মুনিরুজ্জামান। আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি পুলিশ সুপার মাসুম আহাম্মেদ ভুঞা, জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মাহফুজার রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ সভাপতি মোমিন আহম্মেদ চৌধুরী, গোলাম হক্কানী, মোল্লা শামছুল আলম, এডভোকেট নৃপেন্দ্র নাথ মন্ডল পিপি প্রমুখ। সেমিনারে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের ডকুমারী ভিডিও চিত্র প্রদর্শণ করা হয়।
Dhaka, Bangladesh সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:06 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |