- প্রচ্ছদ
-
- ঢাকা
- বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলাকারীদের সমূলে উৎপাটন করতে হবে : এনামুল হক শামীম
বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলাকারীদের সমূলে উৎপাটন করতে হবে : এনামুল হক শামীম
প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২০ ৯:০৩ পূর্বাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি:-পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এমপি বলেছেন, জাতির পিতার ভাস্কর্যের ওপর এই হামলা, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত। এই হামলাকারীরা ৭১ ও ৭৫ এর পরাজিত শক্তি।
এ হামলা উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার একটি অপপ্রয়াস। ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত আপামর জনতা এই অপশক্তিকে প্রতিহত করবে। আর এই হামলাকারীদের সমূলে উৎপাটন করতে হবে।
বরিবার (৬ ডিসেম্বর ২০২০) সকালে শরীয়তপুরের সখিপুরের চরভাগায় বেগম আমেনা রওশন মাদরাসা মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ ও উপমন্ত্রী এনামুল হক শামীমের রত্নগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক হাজার আলেম-ওলামাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান সিকদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম পাইক, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ তকি, সখিপুর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সাংগঠনিক সম্পাদক স্বপন সিকদার প্রমূখ।
এনামুল হক শামীম আরও বলেন, একাত্তরে এই মৌলবাদী অপশক্তিকে মুক্তিযোদ্ধারা জবাব দিয়েছে, এখন আবার তারা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা আবার সাম্প্রদায়িক উগ্রতা দেখাতে চাইলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। তাই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না।
Please follow and like us:
20 20