আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৫৭
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি ঃ- ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অ¤øান’ এই শ্লোগানে জয়পুরহাটে বঙ্গবন্ধুর ভার্স্কয অবমাননার প্রতিবাদে সমাবেশ ও র্যালী করেছে জেলা ও সদর উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ। শনিবার বেলা ১১টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদের সম্মেলনে কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ এম.এ রব হাওলাদার। বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা জজ মোঃ রুস্তম আলী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম সারোয়ার প্রমুখ। সমাবেশে বক্তাগণ বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেশের উগ্র মৌলবাদী গোষ্ঠীর নানামুখী ষড়যন্ত্র রুখতে সরকারি কর্মকর্তাদের ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করার আহবান জানান।
এর আগে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি প্রতিবাদ র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের পর সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।
এছাড়াও শনিবার বেলা ১১ টায় জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এই মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ভারপ্রাপ্ত সভাপতি আহসান কবীর এপ্লব, সহ সভাপতি মাহাবুব ইসলাম, পরিচালক আব্দুল হাকিম মন্ডল, বেলায়েত হোসেন লেবু, সদস্য আব্দুল আজিজ মোল্লা প্রমুখ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |