আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:৫১
এস, এম, মনির হোসেন জীবন – রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকা মেইন রোডে আনন্দ টিভি ভবন (ছয় তলা ভবনের তৃতীয় তলায়) আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১১টি ইউনিট ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আজ শনিবার বেলা ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রনে আসেনি।
আজ শনিবার ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার জিয়াউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল ৯টা ১০ মিনিটের সময় রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভি ভবনে (ছয় তলা ভবনের তৃতীয় তলায়) আগুন লাগার ঘটনা ঘটে। পরে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তেজগাঁও, কুর্মিটোলা, বারীধারাও হেডকোয়ার্টার থেকে মো ১১ টি ইউনিট দ্রুতঘটনাস্হলে
পৌছ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আজ শনিবার বেলা ১১ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
জিয়াউর রহমান আরো জানান, আগুন লাগার কারন এখনও জানা যায়নি। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এছাড়া হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তবে, স্হানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচছেন।
এদিকে, বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া জানান, ওই ভবনের তৃতীয় তলায় অ্যামিকন নামে একটি প্রতিষ্ঠানের ক্রেস্ট তৈরির কারখানা রয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |