আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৯
বিডি দিনকাল ডেস্ক : রাজধানীর বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজমসহ ১৬ জনের বিরুদ্ধে বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে হামলার ঘটনায় বনানী থানার ওসিসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সোমবার বিএনপি নেতা তাবিথ আউয়াল মহানগর দায়রা জজ আদালতে এই মামলার আবেদন করেন। এদিন আদালতে তাবিথের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, মোসলেহ উদ্দিন জসিম ও তাহেরুল ইসলাম তৌহিদ। পরে ব্যারিস্টার একেএম এহসানুর রহমান সাংবাদিকদের বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এ বিষয়ে আজই (সোমবার) আদেশ দেবেন। ২০১৩ সালের নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের ধারা ১৩ এর (১), (২) এর খ ও গ ধারায় অপরাধ গ্রহণ করার আবেদন করা হয়েছে। এই আইনের ৪ এর (১) ক ধারায় অভিযোগকারীর বিবৃতি লিপিবদ্ধ করার আর্জি জানানো হয়েছে। সেই সঙ্গে অভিযোগটির বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে এই আইনে শাস্তি প্রদানের পাশাপাশি সাক্ষীদের ক্ষতিপূরণের আবেদন জানানো হয়েছে।
ওসি নূরে আজম ছাড়াও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের যাদেরকে আসামি করা হয়েছে, তারা হলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, ২নং ওয়ার্ডের কাউন্সিলর নাছির, শ্রমিক লীগের বাবু, যুবলীগের শ্যামল, দোলন, রনি, ববি, সাগর, মামুন, মারুফ ও শফিক।
গত ১৭ সেপ্টেম্বর, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ ওঠে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ওই হামলায় বিএনপির নেতা তাবিথ আউয়ালসহ প্রায় ১০-১৫ জন আহত হন বলে জানা যায়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |