আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৩০
বিডি দিনকাল ডেস্ক:- বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়ানোই মানবতা। পাহাড়ি ঢল বা নদী উপচে ওঠা পানির প্লাবন যখন মানুষের ঘরবাড়ি ভাসিয়ে দেয়, তখন সর্বস্ব হারানো মানুষের মতো অসহায় আর কেউ হতে পারে না। তাদের পাশে সাহায্য নিয়ে দাঁড়ানোই হলো মানবতা। এবারের সিলেট ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বন্যার তাণ্ডব যখন চলছিল, তখন পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে জোর আয়োজনও চলছিল। এতে সরকারি প্রশাসন ও সরকারি দলের লোকজন বন্যার্তদের পাশে আশানুরূপ দাঁড়াতে পারেনি বলেই মনে হয়। তবে বিএনপি ও বিরোধী দলের পক্ষ থেকে সীমিত হলেও বন্যার্তদের সাহায্য সহযোগিতা করা হয়েছে। আশ্চর্য হলেও সত্য যে, বিরোধীদের এই বন্যার্তদের কার্যক্রম সহ্য হয়নি সরকার সমর্থকদের। কোথাও কোথাও বন্যা ত্রাণ বিতরণে বাধা, এমন কি ১৪৪ ধারা জারির খবরও এসেছে। ফেনীতে তো সরকারি দলের সন্ত্রাসীরা ত্রাণ বিতরণে বাধা দেয়নি রীতিমতো ছুরিকাঘাত করে আহত করেছে বিএনপি নেতা-কর্মীদের।
এর চেয়ে মানবতা বিরোধী কাজ আর কী হতে পারে। বাংলাদেশের আবহমান কালের ইতিহাস ঐতিহ্য অনুযায়ী এ ধরনের ঘটনা বিরল। বিশ্ব বিবেকের দৃষ্টিতেও এটি নিন্দনীয়। তবে বিএনপিসহ বিরোধীদের বন্যা ত্রাণে একজোট হয়ে দাঁড়ানোর এক নজির সৃষ্টি হয়েছে, রচিত হয়েছে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সেতুবন্ধন।
বিষয়টি দৃষ্টি এড়িয়ে যায়নি অনেকেরই। লন্ডন প্রবাসী ডা: জুবাইদা রহমান একজন পেশাদার চিকিৎসক। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ইমপিরিয়াল কলেজে অধ্যয়ন করা বিশেষ ব্যক্তিত্ব। বিপদগ্রস্তদের পাশে তিনি দাঁড়িয়েছেন বিভিন্ন সময়। শিশু-কিশোরদের পাশে থেকে তিনি তাদের সাহায্য সহযোগিতা করেন। বগুড়ায় অবস্থিত এতিমখানায় শিশু-কিশোরদের জন্য চক্ষু চিকিৎসা ও চশমার ব্যবস্থা করেন তিনি। ব্যক্তিজীবনে ডা: জুবাইদা রহমান কবিতা লিখতে পছন্দ করেন। অতি শিগগিরই তার একটি কবিতা সমগ্র প্রকাশিত হবে বলে জানা গেছে।
তবে এবারের বন্যাক্রান্তদের ত্রাণ সাহায্যে বিএনপি নেতা কর্মীদের এগিয়ে আসার প্রশংসা করেছেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী বন্যা আক্রান্ত এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ সাহায্যদানের বিষয়গুলো তিনি লক্ষ্য করছেন। গত ৪ জুলাই তিনি নিজ উদ্যোগে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার এক হাজার বানভাসি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। তার মতে একটি সেতু তো তৈরি হয় রড-সিমেন্ট-পাথর দিয়ে। কিন্তু মানুষের হৃদয় তো রড সিমেন্ট পাথরের তৈরি নয়। মানুষের হৃদয় মানবিক কাজে এগিয়ে যায়। ব্যক্তিগত জীবনে একজন সুচিকিৎসক ডা: জুবাইদা রহমান মানবতার কল্যাণে এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন সুদূর প্রবাসে থেকেও। এই প্রতিবেদকের মাধ্যমেও তিনি এই আহবান জানিয়েছেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |