আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫১
রাজলক্ষ্মী মৌসুমী:-
কবিতার মাঝেই ভালোবাসার শব্দরা কথা কয়।
আমি বর্ণের ভীড়ে মিতালী পাততে আশায় বাঁধি ঘর।
কাব্যমালা আমায় আকৃষ্ট করে শব্দের আসরে।
আষাঢ়ের মেঘমালায় আমার স্বপ্নেরা ঘুরে বেড়ায় নীলাকাশে।
পান্থ পাখীর ভীড়ে অজানার পথে
কাব্যগাঁথার ছলে, কতবার খেলা করেছি বর্ণমালার বর্ণচ্ছটায়।
শব্দ গুলো এসে বাসা বাঁধে মস্তিস্কের গোচরে।
কবিতার ফ্রেমে সারি সারি সাজাই কবিতা গুচ্ছ আনমনে,
কিন্ত হায় সমুদ্র তীরের বালুকাবেলায় হারিয়ে যাই উদাস মনে।
শব্দ ভান্ডারে হাতড়িয়ে বেড়াই দু’ কলমের নেশায়।
সবটুকু ভাবনা এলোমেলো হয়ে হৃদয়ে আবার খেলা করে কবিতার মেলায়।
আমার সৃষ্টি
আবার কাব্যসিঁড়িতে উঠার সাধ জাগে।
মেঘরাশির ভীড়ে আমার কল্পনার
কাব্যিক ছন্দগুলো উড়ে বেড়ায়।
কবিতার ছান্দসিক বর্ণগুলো নীলসাগরের বুকে মিতালীর
আহ্বানে, আমার কবিতার
শব্দমালা নীরবে কথা বলবে
মানুষের পাঠাগারে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |