আজ বৃহস্পতিবার | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৬ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৪
এস, এম, মনির হোসেন জীবন – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন্নাহার (এমপি) বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধী সহ দেশের সকল জনগোষ্ঠীকে এগিয়ে নিতে একযুগে কাজ করে যাচেছন। তিনি বলেন, প্রতিবন্ধীদের আমরা আর পিছিয়ে রাখবো না। তারা ও মানুষ। তাদেরও সমাজে বেচে থাকার অধিকার রয়েছে। আমরা সবাই মিলে তাদের জন্য কাজ করবো। আজ সোমবার দুপুরে রাজধানীর বারিধারা রোড নং -০৬ বাড়ি নং – ১৪ এ্যাস্কট কনভেনশন সেন্টারে প্রতিবন্ধীতা অন্ত্রভুক্তিমূলক জলবায়ু পরিবর্তন অভিযোজন শীর্ষক মতবিনিময় ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্স ড, মাহবুবা নাসরিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তরের ডিজি ও অতিরিক্ত সচিব মো, আশরাফ উদ্দিন, দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের ডিজি মো, আতিকুল হক,বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাষ্ট এবং পরিচালক ও অতিরিক্ত সচিব ডা, মো, রেজাউল হক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ডাক্তার আইনুল নিশাত ও ডিজএ্যাবল্ড চাইল্ত ফাউন্ডেশন ও মেম্বার অব ন্যাশনাল টাস্ক ফোর্স অন ডিআইডিআরআর এর নির্বাহী পরিচালক নাসরিন জাহান। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, সিডিডির নির্বাহী পরিচালক এ, এইচ এম নোমান, ও সিবিএম এর দেশীয় পরিচালক মুশফিকুল ওয়ারা, বাগেরহাটের শরণখোলা থেকে আগত দুইজন শারীরিক প্রতিবন্ধী মোতালেব মুন্সী ও নাজমুন নাহার বক্তব্য রাখেন।
অনুষ্টান পরিচালনা করেন, সিবিএম বাংলাদেশ এর কর্মসূচি কর্মকর্তা রিফাতা নাসিম। প্রধান অতিথির বক্তব্যে বেগম হাবিবুন্নাহার বলেন, শেখ হাসিনা সরকার হলো উন্নয়নের সরকার। দেশ উন্নয়নে সরকারের সকল ডিপার্টমেন্ট কাজ করছেন। সে কারনে দ্রুতগতিতে দেশ এগিয়ে যাচেছ। দেশের সাইক্লোন সেন্টার গুলো প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, মোংলায় ৮১ টি প্রাইমারি স্কুল রয়েছে। প্রতি স্কুল হল একটি সাইক্লোন সেন্টার। মানুষ বিপদের সময় সহজে এখানে আসতে পারে এবং আশ্রয় নিতে পারেন। জয়বায়ূ পরিবর্তের জন্য বাংলাদেশসহ বিশ্বের অন্যান্যদেশ কাজ করছে উল্লেখ করে উপমন্ত্রী বেগম হাবিবুন্নাহার বলেন, প্রকৃতির একটি প্রভাব পরিবেশের উপর থাকে। অনেক ক্ষেএে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করতে হয়। জলবায়ূ পরিবর্তের জন্য সারা বিশ্বের মধ্যে কোন দেশ বাতাসকে আটকিয়ে রাখতে পারে না বলে জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা উল্লেখ করে উপমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা ধৈর্য্য ও সাহসের সাথে কোভিড-১৯ মোকাবেলা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশে নয়, বিদেশেও সম্মানীত হয়েছে। জলবায়ূ পরিবর্তের জন্য ইতিমধ্যে তিনি একটি ট্রাষ্ট গঠন করেছেন। তিনি বলেন, মানুষের সবার আগে দরকার হল পানি। আর পানি সংরক্ষনের জন্য প্রয়োজন হল পানির পাম্প। বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের ডিজি ও অতিরিক্ত সচিব মো, আশরাফ উদ্দিন বলেন, সারা বিশ্বের মধ্যে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের স্হান ৭ম। দেশে বর্তমানে লবণাক্তের কারনে শতকরা প্রায় ৪০% চাল উ?পাদন কম হচেছ উল্লেখ করে তিনি বলেন, মোংলায় আমাদের প্রচুর আবাদি জমি ছিল। এখনও আছে। সাধারন মানুষ আর সেখানে লবণাক্তের কারনে ধান চাষ করতে পারছেন না। ফলে নদীর মাছ দিন দিন কমে যাচেছ। সভাপতির ভাষনে ড, মাহবুবা নাসরিন বলেন, পরিবেশ বান্ধব সরকার হল শেখ হাসিনা। মানুষের মধ্যে পরিবর্তন আমি নিজ চোখে দেখছি। আমি ৫২০ জন লোকের মধ্যে এধরনের গবেষনা চালিয়েছি। মানুষ একটু সেনসিটিভ। কর্মশালায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ডাক্তার আইনুল নিশাত কর্মশালায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কর্মশালায় প্রতিবন্ধীতা অন্তভু্ক্তিমূলক জলবায়ু পরিবর্তন অভিযোজন শীর্ষক মতবিনিময় কর্মশালায় গবেষনায় প্রাপ্ত ফলাফল সহভাগিতায় এসকল তথ্য তুলে ধরে বক্তারা আলোকপাত করেন। সেন্টার ফর ডিজ্যাবিলিটি এ্যান্ড ডেভেলপমেন্ট ( সিডিডি) ও খ্রিস্টিয়ান ব্লাইন্ড মিশন ( সিবিএম) যৌর্থ উদ্যোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত এক গবেষনায় এমন তথ্য উঠে এসেছে। কর্মশালায় সরকারি, বেসরকারী সংস্হার দুর্যোগ ঝুকি হ্রাস ও জলবায়ূ পরিবর্তেন কার্যক্রমের সাথে সম্পৃক্ত কর্মকর্তারা অংশ গ্রহন করে। এছাড়া গবেষনা প্রতিবেদনের উপর তাদের মূল্যবান মতামত প্রদান করেন।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:13 PM |
Magrib | 5:34 PM |
Isha | 6:53 PM |