আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:০৭
বিডি দিনকাল ডেস্ক : মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বর্তমান সহিংস রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচনের পথে বাধা। তিনি বলেন, বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। তবে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন চায় তার দেশ। যাতে ভোটাররা ভোট দিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে পারে।
আজ বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আমেরিকান চেম্বার অব কর্মাসের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। অ্যামচেমের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল এসময় উপস্থিত ছিলেন। পিটার হাস বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের পাঁচটি দিক তুলে ধরেন তার বক্তব্যে। যেখানে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির ওপর জোর দেন পিটার। তিনি বলেন, মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করতে স্থিতিশীলতার বিকল্প নেই। এই প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত দাবি করেন, বর্তমান সহিংস রাজনৈতিক পরিস্থিতি আসছে জাতীয় নির্বাচনের পথে বাধা। সূচনা বক্তব্যে নিজের যুক্তি তুলে ধরেন কেন উভয় দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করা উচিত। প্রশ্নোত্তর পর্বে রোহিঙ্গা ইস্যুতে আরও সমর্থনের কথাও জানান মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিশেষায়িত অর্থায়ন ডিএফএসি পাওয়া আগে ফিরে পেতে হবে জিএসপি। সভায় অ্যামচেম কোষাধ্যক্ষ তাপস কুমার ম-লসহ কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |