আজ বুধবার | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫০
ডেস্ক: মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ চার দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যাত্রীবাহী ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।
বাকি তিন দেশ হলো: ভারত, পাকিস্তান ও শ্রীলংকা। দুবাইভিত্তিক উড়োজাহাজ চলাচল সংস্থা এমিরেটসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
ওয়েবসাইটে জানানো হয়, আরব আমিরাত সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা থেকে সব যাত্রীবাহী ফ্লাইট ২১ জুলাই পর্যন্ত আমিরাতে প্রবেশ করতে পারবে না।
সেইসঙ্গে, যেসব যাত্রী এসব দেশে গত ১৪ দিনের মধ্যে অবস্থান করেছেন তারাও আমিরাতে প্রবেশ করতে পারবে না।
তবে, এ সময়ে আমিরাতের নাগরিক, গোল্ডেন ভিসাধারী প্রবাসী এবং কূটনীতিকরা করোনা স্বাস্থ্যবিধি মেনে দেশটিতে প্রবেশ করতে পারবেন বলে এতে জানানো হয়।
গত ২৪ এপ্রিল থেকে ভারত থেকে আসা ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা দেয় আমিরাত সরকার। পরে ১৩ মে নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার ফ্লাইটের ওপর।
Dhaka, Bangladesh বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:03 PM |
Magrib | 5:23 PM |
Isha | 6:44 PM |