আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:০৭
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই আছেন। তিনি ভারতেই থাকবেন। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, নিরাপত্তার কারণে খুব অল্প সময়ের নোটিশে শেখ হাসিনা ভারতে এসেছেন। তিনি এখনও আছেন ভারতে। উল্লেখ্য, ছাত্রদের নেতৃত্বে গণ-আন্দোলনে ৫ই আগস্ট পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তারপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। তার বিরুদ্ধে বেশ কতগুলো হত্যা মামলা করা হয়েছে।
গতকাল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিটি) এ মামলায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শেখ হাসিনা ভারতে যাওয়ার পর নানা জল্পনা শোনা যায়। ফলে তিনি ভারতেই আছেন, না অন্য কোনো দেশে চলে গেছেন তা নিয়ে নানা কথা শোনা যায়। আবার বলা হয়েছে, ভারত সরকার তাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে। এ নিয়ে রণধীর জয়সোয়ালের কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) ভারতে চলে আসার বিষয়ে আগেই জানানো হয়েছিল, নিরাপত্তার কারণে অল্প সময়ের নোটিশে তিনি ভারতে চলে এসেছিলেন। এখনো আছেন, থাকবেন।
শুধু শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাই নয়, ৮টি জাতীয় দিবস বাতিলের যে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে, সে সম্পর্কেও ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুখপাত্র কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে এখনও বাংলাদেশিদের জন্য ভারতের ভিসাপ্রক্রিয়া স্বাভাবিক হয়নি। স্বাভাবিকতা ফিরে আসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সোয়াল বলেন, জরুরি প্রয়োজন ও চিকিৎসা-সংক্রান্ত ক্ষেত্রে সীমিত আকারে ভিসা দেয়া হচ্ছে। আইনশৃঙ্খলার উন্নতি হলে এবং পরিস্থিতি অনুকূল হলে ভিসা প্রক্রিয়ারও উন্নতি হবে। সূত্র:মানবজমিন
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |