আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৪
বিডি দিনকাল ডেস্ক :বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ২৪শে অক্টোবর। সেদিন প্রতিপক্ষ নেদারল্যান্ডস। প্রথম পর্বে ‘এ’ গ্রুপের রানার্সআপ হওয়ায় সুপার টুয়েলভ রাউন্ডের ২ নম্বর গ্রুপে জায়গা পেয়েছে ডাচরা। সেখানে বাংলাদেশ ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান। প্রথম পর্বে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া দলও এদের সঙ্গে যুক্ত হবে।
আর ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া শ্রীলঙ্কার ঠাঁই মিলেছে সুপার টুয়েলভের ১ নম্বর গ্রুপে। যেখানে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। তাদের সঙ্গে যুক্ত হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ দল। আগামীকাল ‘বি’ গ্রুপের দুই ম্যাচের পর সুপার টুয়েলভের বাকি দুটি স্থান চূড়ান্ত হবে।
নেদারল্যান্ডসের পর ২৭শে অক্টোবর বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সেদিন দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে টাইগাররা। এরপর ৩০শে অক্টোবর ব্রিসবেন গ্যাবায় ‘বি’ গ্রুপে রানার্সআপদের মুখোমুখি হবে বাংলাদেশ।
২রা নভেম্বর ভারত এবং ৬ই নভেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুটি ম্যাচই অ্যাডিলেড ওভালে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |