আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:২৪
বিডি দিনকাল ডেস্ক :- বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং সংস্থার সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জারির পর এই প্রথম দুই পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে টেলিফোন আলাপ হলো। বুধবার সন্ধ্যায় ওই আলাপে পররাষ্ট্র মন্ত্রী নিষেধাজ্ঞার বিষয়টি উত্থাপন করেছিলেন কি-না? তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।কূটনৈতিক সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সন্ধ্যায় মন্ত্রীকে মোবাইলে ফোন করেন অ্যান্টনি ব্লিলকেন। মন্ত্রী মোমেন তখন বঙ্গভবনে ছিলেন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদের সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী বঙ্গভবনে থাকাকালেই ব্লিনকেন তাকে ফোন করেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |