বাংলাদেশের সমৃদ্ধিতে প্রয়াত কুয়েতের আমিরের অবদান বাংলাদেশীরা মনে রাখবে :টুইট বার্তায় মির্জা আলমগীর
বাংলাদেশের সমৃদ্ধিতে প্রয়াত কুয়েতের আমিরের অবদান বাংলাদেশীরা মনে রাখবে :টুইট বার্তায় মির্জা আলমগীর
প্রকাশ: ৩ অক্টোবর, ২০২০ ১:১৪ অপরাহ্ণ
ডেস্ক :-সদ্যপ্রয়াত কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে শোক জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা আলমগীর শুক্রবার, অক্টোবর ২, ২০২০, রাতে তাঁর টুইট একাউন্ট https://twitter.com/MirzaAlamgirBD এ বাংলা ও ইংরেজিতে শোক জানিয়ে বার্তা প্রকাশ করেছেন।
বাংলা টুইটের পূর্ণপাঠ —“কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে আমরা শোকাহত। কুয়েতের আমির, সাবাহ পরিবার ও জনগণের প্রতি বিএনপি গভীর সমবেদনা জানাচ্ছে। বাংলাদেশের সমৃদ্ধিতে সদ্যপ্রয়াত আমিরের অশেষ অবদান বাংলাদেশীরা সর্বদা মনে রাখবে।”
ইংরেজি টুইটের পূর্ণপাঠ —Deeply saddened by the death of Sheikh Sabah al-Ahmad al-Jaber al-Sabah, Amir of Kuwait. BNP extends its condolences to his excellency, the Amir of Kuwait and Al Sabah family. The people of BD will always remember the late Amir’s contributions to Bangladesh’s development.