তিনি আরো বলেন আওয়ামীলীগ সরকার আমাদের জিম্মি করে রেখেছে ,বাক স্বাধীনতা হরণ করেছে , সাংবাদিকদের ডিজিটাল মামলার মাধ্যমে গণমাধ্যমকে পঙ্গু করে দিয়েছে সারা বাংলাদেশে প্রায় ১৩ লক্ষ নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করছে । বর্তমান সরকার দেশে বিভিন্ন প্রজেক্টের নাম দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে । পদ্মা সেতুর নির্মাণ,মেট্রো রেল , কর্ণফুলী ট্যানেল সহ বড় বড় প্রজেক্টের মাধ্যমে তারা বিদেশে টাকা পাচার করছে ,এই সরকার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছে ।
তাই আপনাদের বলছি এখন আমাদের সেলফি তুলে পোস্ট করার সময় নয় আমাদের সকলকে একযোগে আন্দোলন শুরু করতে হবে তবেই আমরা আমাদের অধিকার আদায় করতে পারবো । এসময় সেখানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের এমপি জাহিদুর রহমান, কেন্দ্র ও জেলা থেকে আসা বিভিন্ন নেতা কর্মী বৃন্দ রানীশংকৈল উপজেলা বিএনপি সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক আতাউর রহমান , পৌর সভাপতি পান্না সহ সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।