আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৪০
বিডি দিনকাল ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের মহাপরিচালক এবং গ্লোবাল ট্যালেন্টের পরিচালক হিসেবে শপথ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ দুই পদে শপথ নেন বলে জানা গেছে।
৪১ বছর ধরে ফরেন সার্ভিসের ‘ক্যারিয়ার মেম্বার’ বার্নিকাট ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত দেশটির ব্যুরো অফ ওশেনস অ্যান্ড ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাফেয়ার্স (ওইএস) এর ভারপ্রাপ্ত সহকারি সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের কাজ শুরু করা বার্নিকাট এর আগে সেনেগাল ও গিনি-বিসাউ এর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৭৫ সালে লাফায়েত কলেজ থেকে স্নাতক এবং ১৯৮০ সালে জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে ফরেন সার্ভিসে স্নাতোকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশে প্রায় ৪ বছর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা এবং নানা কারণে তুমুল আলোচিত বার্নিকাট নিজেও নতুন দায়িত্বে শপথ নেওয়ার খবর নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেনঃ
“ফরেন সার্ভিসের নতুন মহাপরিচালক এবং গ্লোবাল ট্যালেন্টের পরিচালক হিসেবে স্টেট ডিপার্টমেন্ট এ শপথ নিতে পেরে আমি সম্মানিত বোধ করছি! আমাদের বৈচিত্র্যময় বৈশ্বিক কর্মশক্তির ৭৬,০০০ এরও বেশি নিবেদিত ব্যক্তিদের জন্য কাজ করাটা আমার চার দশকের ক্যারিয়ারের সর্বোচ্চ অগ্রাধিকারে থাকবে।”
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |