আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪২
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর নানা ঘটনার মধ্যদিয়ে ১৯৮৩ সালের ২১শে ফেব্রুয়ারি বিএনপি’র হাল ধরেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তখন থেকে দলের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি।
২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি সাজানো দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দেয়ার পর ৯ই ফেব্রুয়ারি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই সময় থেকে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পরদিনই প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দেন।
১৯৭৮ সালে ১লা সেপ্টেম্বর বিকালে রমনা গ্রিনের সবুজ চত্বরে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন। বিচারপতি আবদুস সাত্তারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) বিলুপ্ত করে বিএনপি’র যাত্রা শুরু হয়। এই দলের সঙ্গে যুক্ত হয় মশিউর রহমান যাদু মিয়ার ন্যাশনাল আওয়ামী পার্টি, কাজী জাফর আহমেদের ইউনাইটেড পিপলস পার্টি, শাহ আজিজুর রহমানের মুসলিম লীগ, মাওলানা আবদুল মতিনের বাংলাদেশ লেবার পার্টি এবং রসরাজ মণ্ডলের বাংলাদেশ তফসিলি ফেডারেশন।
বিএনপি গঠনের আগে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে এই ৬ দল নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করা হয়। যার ব্যানারে প্রার্থী হয়ে নির্বাচনের মাধ্যমে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হন।চার বার ক্ষমতায় ও দুই বার বিরোধী দলে থাকা এই দলটিকে বিভিন্ন সময় নানা বাধা-বিপত্তির মুখে পড়তে হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তবে দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে পালন করবে দলটি। কর্মসূচি হলো- সকাল ৬টায় ঢাকাসহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে, সকাল ১১টায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীরউত্তম) কবরে দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন, বাদ জোহর দলীয় কার্যালয়ের সামনে বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া অনুরূপভাবে সারা দেশে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতিতে নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |