আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৪
বিডি দিনকাল ডেস্ক :- আজ ১৪ জানুয়ারী ২০২২, বরিশাল উত্তর জেলাধীন মেহেন্দীগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী মহিলা দলের শান্তিপূর্ণ কর্মীসভায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও পৌর কাউন্সিলর শায়লা শারমিন মিম্মো, মেহেন্দীগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক রাশিদা বেগম বিউটি, শাহিনা আক্তার পপি ও মহিলা দল নেত্রী পলি বেগম, রাবেয়া বেগম, শিল্পী বেগম ও হোসনে আরা বেগম বেবিসহ দশজনের অধিক নেতাকর্মীকে আহত করার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এবং মহিলা দলের ১নং সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম লিডার জিবা আল গাজী।
আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “আজ বরিশাল উত্তর জেলাধীন মেহেন্দীগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী মহিলা দলের শান্তিপূর্ণ কর্মীসভায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা কাপুরুষোচিত হামলা চালিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদেরকে আহত করার ঘটনায় প্রমাণ হয় যে, রাষ্ট্রক্ষমতা দখলে রেখে বিরোধী দলের অস্তিত্ব ধ্বংস করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান কর্তৃত্ববাদী সরকার। সারাদেশে এখন চরম নৈরাজ্য ও ভীতির পরিবেশ বিরাজ করছে। সমগ্র দেশ সন্ত্রাসের নগরীতে রুপান্তরিত হয়েছে। আজ বরিশালের মেহেন্দীগঞ্জে মহিলা দলের শান্তিপূর্ণ কর্মীসভায় সংঘটিত আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের হামলা সেটিরই বহিঃপ্রকাশ। মিডনাইট ও বিনা ভোটের সরকারের উদ্দেশ্যই হচ্ছে রাষ্ট্রক্ষমতা দখলে রেখে দুর্নীতি ও লুটপাটের রাজত্ব বজায় রাখা। তবে আওয়ামী সরকারের অনাচার ও দুঃশাসন রুখে দিতে জনগণ এখন দৃঢ় সংকল্পবদ্ধ, ঐক্যবদ্ধ।”
আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ এবং জিবা আল গাজী বিবৃতিতে মহিলা দলের কর্মীসভায় আওয়ামী লীগ-ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের পৈশাচিক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। হামলায় জাতীয়তাবাদী মহিলা দলের আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |