আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৪৫
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-“বাংলাদেশ পুলিশ” নামে ভুয়া ফসেবুক ও পেইজ খুলে পুলিশে নিয়োগসহ নানা বিভ্রান্তি মুলক পোষ্ট দেয়ার অপরাধে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রকে গ্রেফতার করেছে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে গতকাল ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বারোবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রাখালগাছি ইউনিয়নের দক্ষিন রঘুনাথপুর গ্রামের ওসমান আলীর ছেলে আনারুল ইসলাম (১৯) ও একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মেহেদী হাসান(১৯)। তাদের কাছ থেকে ডিবি পুলিশ তিনটি মোবাইল ও দুইটি ল্যাপটপ জব্দ করেছে। গ্রেফতারকৃতরা “বাংলাদেশ পুলিশ” নামে ভুয়া ফসেবুক ও পেইজ খুলে প্রতারণা করার কথা স্বীকার করেছে। পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুসন্ধান করে দেখা গেছে তাদের নামে একাধিক ফেক আইডির ফেসবুক রয়েছে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |