- প্রচ্ছদ
-
- মিডিয়া
- বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২০ ১২:৩৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ৬২জন সদস্য সাংবাদিকদের অংশগ্রহণে গত ৬ ডিসেম্বর বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মোঃ শাহ আলম, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করেন আরজেএফ’র যুগ্ম মহাসচিব মোঃ আল-আমিন শাওন, স্থায়ী পরিষদ সদস্য খন্দকার সাইফুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক মোঃ মিল্টন হোসেন খান। প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
Please follow and like us:
20 20