আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:০৫
বরিশাল:- বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বিআরটিসি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ ৪ যাত্রীর মৃত্যু হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন বাকেরগঞ্জ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের আমির চৌধুরী (৬০), ৬ নম্বর ওয়ার্ডের হাসিব (২৫) এবং ব্যাটারিচালিত অটোচালক সোহাগ (২৪)। তবে নিহত নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। এ সময় আহত হয় তিনজনকে মুমূর্ষু অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হ্যালিপ্যাড সংলগ্ন সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জেলার সহকারী পুলিশ সুপার সুদীপ্ত সরকার বলেন, বিআরটিসির একটি বাস কুয়াকাটা থেকে থেকে বরিশালের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিলে। অন্যদিকে ব্যাটারিচালিত একটি অটো যাত্রী নিয়ে বাকেরগঞ্জের লক্ষ্মীপাশা থেকে বাকেরগঞ্জ পৌর শহরের দিকে যাচ্ছিলে। পথে দুই যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে এক নারীসহ চারজন নিহত হয়। এক শিশুসহ তিনজন আহত হয়েছে।
তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ব্যাঘাত ঘটলেও এখন স্বাভাবিক রয়েছে।
সংঘর্ষে অটোটি দুমড়েমুচড়ে গিয়েছে। বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের ময়নাতদন্তের জন্য লাশ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে জানিয়েছেন জেলার সহকারী পুলিশ সুপার সুদীপ্ত সরকার।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |