আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৫৪
বাগেরহাটে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা থেকে দলের কেন্দ্রীয় নেতা ও জেলা শাখার আহ্বায়কসহ ২০ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। আজ বাগেরহাট শহরে বিএনপির কর্মসূচি চলাকালে এসব নেতাকর্মীদের আটক করা হয়।
বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. ওবায়দুল ইসলাম জানান, বাগেরহাটে বিএনপির পদযাত্রা চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ২০ নেতাকর্মীকে আটক করে।
আটক নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী রবি, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্না, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা বাবু, চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জয়নুল পারভেজ সুমন, জেলা তাঁতি দলের সদস্য সচিব জিল্লুর রহমান, জেলা যুবদল নেতা নাসির আহমেদ।
বাগেরহাট শহরে বিএনপির কর্মসূচি থেকে দলীয় নেতাকর্মীদের আটকের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম জানান, শহরে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি চলাকালে পুলিশ হামলা চালিয়ে তা পণ্ড করে দেয় এবং নেতাকর্মীদের আটক করে। এখনো শহরের অলি- গলি থেকে নেতাকর্মীদের আটক করা হচ্ছে।
বাগেরহাটে বিএনপির পদযাত্রা বানচাল ও দলীয় নেতাকর্মীদের আটক এর তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন এই বিএনপি নেতা।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ কামরুল ইসলাম গোরা, ড. শেখ ফরিদুল ইসলাম, ওয়াহিদুল ইসলাম পল্টুসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |