আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৫৬
বানিয়াচং:বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনার জেরে দু’পক্ষের সংঘর্ষে মুশাহিদ মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বানিয়াচং থানাধীন সুজাতপুর ইউনিয়নে দত্তপুর গ্রামে । নিহত যুবক ওই গ্রামের ছবুর মিয়ার ছেলে মুশাহিদ মিয়া। রোববার (১০ এপ্রিল) এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
জানা গেছে, দত্তপুর গ্রামের ছবুর মিয়ার ছেলে মুশাহিদ মিয়া ভাঙারি ব্যবসায়ী আব্দুল কাদিরের দোকানে দীর্ঘদিন কর্মচারী হিসেবে ছিল।
ঘটনার দিন আব্দুল কাদিরের সাথে কথা কাটাকাটি হয় মুশাহিদ মিয়ার। এক পর্যায়ে তা জটিল আকার ধারণ করে। বিষয়টি উভয়পক্ষের লোকজনের মধ্যে জানাজানি হলে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের এক পর্যায়ে মুশাহিদ মিয়ার ওপর চড়াও হয় প্রতিপক্ষের লোকজন। এতে গুরুতর আহত হয় মুশাহিদ মিয়া। এলাকাবাসীর সহযোগিতায় গুরুতর আহতবস্থায় মুশাহিদ মিয়াকে হবিগঞ্জ সদর হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সংঘর্ষের স্থান সরেজমিন পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষ। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং এ মুশাহিত হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |