আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৩১
বান্দরবানে: – বান্দরবানের নাইক্ষংছড়িতে এক লাখ ৭১ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ৫ কোটি ১৩ লাখ টাকা। আটক ব্যক্তির নাম ছালা মার্মা পিন্টু (৩৪)। তিনি সোনাইছড়ি ইউনিয়নের একটি হাই স্কুলের দপ্তরি ও ইউনিয়ন যুবলীগ সভাপতি। শুক্রবার (২০ আগস্ট) রাতে পুলিশ নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মারোগ্যা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন। তিনি জানান, উদ্ধার করা ইয়াবার দাম আনুমানিক ৫ কোটি ১৩ লাখ টাকা।
ওসি আরও বলেন, ছালা মার্মা পিন্টু কৌশলে অনেকদিন ধরে এলাকায মাদক কারবার করে আসছিলেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালানো হয়।
এবং তার সিন্ডিকেটে সাথে কারা জড়িত তার তদন্ত চলছে। এলাকায় মাদককারবারীদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে ছালা মার্মা পিন্টুর বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক মামলা করা হচ্ছে এবং শনিবার (২১ আগস্ট) সকালে পিন্টুকে বান্দরবান জেলা আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।
এদিকে, গত ১৬ই আগস্ট সোমবার রাতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ধারাবাহিক অভিযানে ৪৬ হাজার ৫শ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতরা হলেনÑ ছৈয়দ উল্লাহ (৫০) পিতা মৃত মৌলভী জাকের হোসেন, সাং দক্ষিণ ছালামী পাড়া, সৈয়দ আলম (৪০) পিতা মৃত মকবুল আহাম্মদ, আবুল কাশেম (৩৫) পিতা মৃত আলী আহাম্মদ, সাং চেরার কুল, মোঃ ইব্রাহীম খলিল (৩২) পিতা মৃত আমির হামজা সাং রামুর গর্জনিয়া থিমছড়ি, ছাবের আহাম্মদ (৫৫) পিতা মৃত গোপাল হোসেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |