আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪১
বান্দরবানের রোয়াংছড়িতে দুই গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রোয়াংছড়ির খামতাংপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল সকালে রোয়াংছড়ির খামতাংপাড়া এলাকা থেকে ৮ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতা?ল ম?র্গে পাঠায় পুলিশ। জীবন বাঁচাতে ওই এলাকার বেশির ভাগ বাসিন্দা রুমা ও রোয়াংছড়ি উপজেলায় আশ্রয় নিয়েছেন।
বান্দরবান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, রেয়াংছড়ি খামতাংপাড়া এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পাশে সেনা পোশাক পরিহিত ৮ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাদের বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে তা জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ছাড়া পাহাড়ের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশি নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) তাদের ফেসবুক পেজে জানান দিয়েছে- নিহতরা সকলে খামতাংপাড়ার বাসিন্দা ও কেএনএফ’র সক্রিয় সদস্য। তাদের নাম- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।
রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উ হ্লাং মং মার্মা বলেন, খামতাংপাড়া রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
এরপর ওই এলাকার বেশির ভাগ মানুষ ঘর ছেড়েছেন। এরইমধ্যে রুমা উপজেলা সদরের বম কমিউনিটি সেন্টারে ৪০ জন নারী ও শিশু এসে আশ্রয় নিয়েছেন। তাদের নামের তালিকা করা হচ্ছে। আরও আসছে বলে শুনেছি। তাদের খাবারসহ আনুষঙ্গিক বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হচ্ছে। আরও ১৮৩ জন নারী-পুরুষ আশ্রয় নিয়েছেন রোয়াংছড়ি সদরে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |