আজ শুক্রবার | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৭ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৩৫
বিডি দিনকাল ডেস্ক :- বিশ্বকাপের সেরা একাদশ বা ‘মোস্ট ভেলুয়েবল টিম অব দ্য টুর্নামেন্ট’ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে।
বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন মোট ছয়টি দলের খেলোয়াড়। তবে ভারতের কোনো খেলোয়াড় সুযোগ পাননি। দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া, দুই সেমিফাইনালিস্ট পাকিস্তান ও ইংল্যান্ড এবং সুপার টুয়েলভ থেকে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা রয়েছেন সেরা এই একাদশে।
অস্ট্রেলিয়া থেকে রয়েছেন টুর্নামেন্ট সেরা ডেভিড ওয়ার্নার, লেগ স্পিনার অ্যাডাম জাম্পা এবং পেসার জস হ্যাজলউড। অন্যদিকে, নিউজিল্যান্ড থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছেন পেসার ট্রেন্ট বোল্ট।
এছাড়া ইংল্যান্ড থেকে আছেন জস বাটলার, যাকে দেওয়া হয়েছে উইকেটকিপারের ভূমিকা; সঙ্গে রয়েছেন অলরাউন্ডার মঈন আলী।
শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠতে না পারলেও তাদের দল থেকেও দুজন জায়গা পেয়েছেন। স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার পাশাপাশি আছেন ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কাও। দক্ষিণ আফ্রিকা থেকে এনরিখ নর্টজে ও এইডেন মার্কামও সুযোগ পেয়েছেন মারক্রাম জায়গা করে নিয়েছেন।
এছাড়া দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদিকে।
এদিকে, বিশ্বকাপের সেরা একাদশ বাছাইয়ের কাজে যুক্ত ছিলেন ইয়ান বিশপ, নাতালিয়ে জার্মানোস, শেন ওয়াটসন, লরেন্স বুথ ও শহীদ হাশমি।
আইসিসির বিশ্বকাপ সেরা দল-বাবর আজম (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জস বাটলার (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, এইডেন মার্কাম, মঈন আলী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড, এনরিখ নর্টজে এবং ট্রেন্ট বোল্ট।
দ্বাদশ খেলোয়াড় : শাহিন শাহ আফ্রিদি।
Dhaka, Bangladesh শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:13 PM |
Magrib | 5:34 PM |
Isha | 6:54 PM |