আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১:০৭
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ প্রসাশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আশুলিয়ার শিমুলিয়া রাঙ্গামাটিয়া এলাকায় অসাধু ব্যক্তিদের ছত্র ছায়ায় গড়ে উঠেছে বেশ কিছু অবৈধ ইট ভাটা দুইটি ব্যাটারী গলিয়ে সিসা তৈরীর কারখানা সহ টায়ার গলিয়ে তৈল ও কালি তৈরির কারখানা। তথ্য সংগ্রহে গেলেই বিপাকে পরতে হয় কতিথ সংবাদকর্মী পরিচয়ে দালালের তোপের মুখ্ ে।
দীর্ঘদিন এসকল কারখানা চলার কারণে সৃষ্টি হচ্ছে পরিবেশ দূষণ, খোলা আকাশের নিচে কোন শিফটিং ছাড়াই সিসা তৈরী করেছেন মেহেদী হাসান বুলবুল নামে এক ব্যক্তি।,এসকল একাধিক দূষিত কারখানা হওয়ায় বিপাকে এলাকার কৃষক সহ সাধারণ মানুষ। এলাকায় ঘুরে দেখা যায় জইঈ ব্রিকস চইঈ ব্রিকস মিসেস হালাল ব্রিকস সহ ও ঙজওঘ ব্রিকস গড়ে উঠেছে কৃষি জমির উপর।
সংবাদ সংগ্রহে গেলেই স্থানীয় এক সংবাদ কর্মীকে ধরিয়ে দিচ্ছেন ফোন, তবে তারা দেখাতে পারেনি বৈধ কোন কাগজ পত্র। এরা কৃষি জমির উপর খোলা আকাশের নিচে নি¤œমানের কয়লা ও কাঠ ব্যবহার করে তৈরি করছেন ইট , ইটভাটা গুলোতেও রয়েছে শিশু শ্রমিক, জানা যায় দূষিত বায়ু মূলত বিভিন্ন গ্যাস ও কণার মিশ্রণ। বিশেষ করে পিএম ২.৫ কণা অনেক ক্ষতিকর যাহা শিমুলিয়ার রাঙ্গামাটিয়া এলাকায় বিস্তৃত। অতিক্ষুদ্র এসব কণা মিশে যেতে পারে রক্তের সঙ্গে। ২০২৪ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশ জুড়ে বায়ুদূষণের জন্য মারা গেছে প্রায় প্রায় ২,৭২ লাখ মানুষ।
দীর্ঘ সময় কিছু নির্দিষ্ট পদার্থের কণা, যেমন সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেন ডাই-অক্সাইডের সংস্পর্শে থাকলে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। বদলে যেতে পারে মস্তিষ্কের গঠন, বেড়ে যেতে পারে আলঝেইমার হওয়ার আশঙ্কা। আর বায়ুদূষণ বিভিন্ন সংবহন তন্ত্রের ওপর বাজে প্রভাব ফেলে। ফলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বা বøাড ক্লট, মানে রক্ত জমাট বেঁধে যেতে পারে। শুধু তাই নয় অবৈধ এসকল ইট ভাটা গড়ে উঠেছে কৃষি জমির উপর আবার কৃষি জমির মাটি ভেকু দিয়ে কেটে নেওয়া হচ্ছে ইট ভাটায় এতে করে নষ্ট হচ্ছে কৃষি জমিসহ ফসল। এলাকাবাসী বলছেন আমরা দীর্ঘদিন এসকল সমস্যায় ভুগলেও স্থানীয় প্রশাসন নিচ্ছেন না কঠোর আইনি কোন প্রয়োজনীয় ব্যবস্থা। আর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় প্রতিনিয়তই বাড়ছে অবৈধ এসকল কারখানা ফলে বাড়ছে বায়ুলদূষণ আতঙ্কে আছি আমরা সাধারণ মানুষ।
এবিষয়ে শাহ মোঃ জুবায়ের সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া রাজস্ব সার্কেল বলেন সম্প্রতি সময়ে প্রত্যেকটা ইটভাটা পরিদর্শন করে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে সতর্কতা না মানলে তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে কঠোর আইনি ব্যবস্থা।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |