আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৯
বিএনপিকে নির্বাচনে অংশ নিয়ে পরীক্ষা নেয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনার মো. আলমগীর। ইসি দলটির কাছে তাদের সক্ষমতার পরীক্ষা দিতে সব সময় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. আলমগীর এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশে এই নির্বাচন কমিশনার বলেন, এখন পর্যন্ত আমরা ভালো কাজ করে যাচ্ছি এবং আগামীতেও ভালো কাজ করব। আমাদের সব সময় আহ্বান থাকবে যে আপনারা (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ করুন, আমাদের পরীক্ষা নিন। আপনারা তো আমাদের পরীক্ষাই নিচ্ছেন না। পরীক্ষা না নিয়েই আমরা যে অকৃতকার্য হলাম, আপনারা কীভাবে বুঝলেন? আমরা সব সময় পরীক্ষা দিতে প্রস্তুত।
জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটি ভোট, অধিকাংশ দলই এই নির্বাচনে অংশ নিচ্ছে না। এটা আস্থাহীনতা কি না? এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ছোট ছোট দলের ওই রকম অফিস নাই, তাদের হয়তো যোগ্য প্রার্থী নাও থাকতে পারে। প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী নাই, হয়তো এইজন্যেও নাও দিতে পারে। সেটা তো তাদের ব্যাপার। বড় দলগুলো তো আসছে।
বিএনপি আসেনি, এটা তো তাদের রাজনৈতিক কৌশল। এটা তো আমাদের ব্যর্থতা না। তারা কী বলেছে যে নির্বাচন কমিশন ব্যর্থ নির্বাচন করেছে, এজন্য আসবো না?
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |