আজ শুক্রবার | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৩রা রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৩
বিডি দিনকাল ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। এছাড়া ২০০/৩০০ অজ্ঞাত পুলিশকে আসামি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি নিয়েছেন।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম। তিনি সাংবাদিকদের জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন, পরে আদেশ দিবেন। বাদীপক্ষে মামলায় শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার।
অফিসিয়ালি এখন পর্যন্ত বিএনপি থেকে যেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নাই তেমনি ডিবি প্রধান থেকেও কোনো প্রতিক্রিয়া আসে নাই ।
উল্লেখ্য গত বছর ৭ ডিসেম্বর ২০২২ ইং পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ হয় । এক পর্যায়ে নেতা কর্মীরা ঘটনারস্থল ত্যাগ করলে সন্ধ্যার পর পুলিশ বিএনপির কার্যালয়ে প্রবেশ করে ।পুলিশ ওই সময় কার্যালয় থেকে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা সহ বিভিন্ন স্তরের ৪৩৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায় ।ওই অভিযানের সময়েই মহাসচিবের দপ্তর সহ বিভিন্ন অফিস ভাঙচুর হয় ।এমনকি নিচতলায় জিয়াউর রহমানের মুরলটিও ভাঙচুর থেকে রক্ষা পায়নি ।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:04 PM |
Magrib | 5:24 PM |
Isha | 6:44 PM |