আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:০৩
বিডি দিনকাল ডেস্ক :- বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দেয়া হয়েছে। বিএনপি। তার দায়িত্বে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতকে আনা হয়েছে। শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নজরুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি খুলনা মহানগর কমিটিতে নজরুল ইসলাম মঞ্জুকে না রাখার কারণে তিনি সংবাদ সম্মেলন করে অনাস্থা জানান। পরে দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়। শোকজের জবাবে হাইকমান্ড সন্তুষ্ট না হওয়ায় শনিবার তাকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতির বিষয়ে নজরুল ইসলামকে ও নতুন দায়িত্বের বিষয়ে অনিন্দ্য ইসলামকে আজ চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর অ্যাডভোকেট শফিকুল আলম মনাকে আহ্বায়ক, তরিকুল ইসলাম জহিরকে ১নং যুগ্ম আহ্বায়ক ও মো. শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করে খুলনা মহানগরীতে নতুন কমিটি করে বিএনপি। প্রায় ২৯ বছর পর নগর কমিটির নেতৃত্ব থেকে ছিটকে পড়ে ১২ই ডিসেম্বর অনুসারীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলাম মঞ্জু।
সেখানে তিনি নতুন কমিটি পুনঃমূল্যায়ন করার আহ্বান জানান। ওই সংবাদ সম্মেলনের পরই শোকজ করা হয় তাকে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |