আজ রবিবার | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |২৬শে রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:০২
বিডি দিনকাল ডেস্ক:- চলমান পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির অঙ্গ সংগঠন কৃষকদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পুনর্গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কৃষকদলের কেন্দ্রীয় এবং যুব ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে এমন আলোচনা এখন সর্বত্র। সব কমিটির শীর্ষ পদে সাবেক ছাত্রনেতাদের এনে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন বিএনপির হাইকমান্ড। বিএনপি সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল বিপর্যয়ের পর দলের শক্তি বাড়াতে পুনর্গঠনের ওপর জোর দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরই দলের বিভিন্ন পর্যায়ে কমিটি পুনর্গঠনের কাজ শুরু হয়। তবে এবার শক্তিশালী সংগঠন গড়তে সুযোগ্যদের নেতৃত্বে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সঙ্গত কারণে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের কমিটিতে সাবেক ছাত্রনেতাদের স্থান দেওয়ার কথা ভাবা হচ্ছে।
স্বেচ্ছাসেবক দল : ২০১৬ সালের ২৭ অক্টোবর শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। মেয়াদ শেষের এক বছর পর গত বছর পূর্ণাঙ্গ কমিটির আংশিক সম্পন্ন করা হয়। তবে সারাদেশে সাংগঠনিক ৮১টি জেলার প্রায় সব কটিরই কমিটি সম্পন্ন হয়েছে সংগঠনটির। এছাড়া ছয় শতাধিক জেলা ও থানার কমিটিও হয়েছে। গত বছর করোনা আক্রান্ত হয়ে সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর মৃতু্যর পর নতুন কমিটি গঠনের বিষয়টি আলোচনায় আসে। সভাপতির মৃতু্যর পরেও সাংগঠনিক দক্ষতা দেখিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকার জন্য দলের বেশ প্রশংসা পেয়েছেন সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল। এজন্য শীর্ষ পদের আলোচনায় আছেন একমাত্র জুয়েলই। আর সদস্য সচিব পদে আলোচনার শুরুতেই আছেন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধূরী আবেদ, হাবিবুর রহমান হাবিব, সাইফুল ইসলাম ফিরোজ, ইয়াসিন আলী, ফকরুল ইসলাম রবিন, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান প্রমুখ। কমিটি পুনর্গঠনের আলোচনার বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল বলেন, কমিটি গঠন বা পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। দলের নীতিনির্ধারক যারা আছেন উনারা দলকে শক্তিশালী করার জন্য যে সিদ্ধান্ত নেবেন সেটাকে স্বাগত জানাই। তবে আমাদের আংশিক কমিটি এখনো পূর্ণাঙ্গ হয়নি। এটা পূর্ণাঙ্গ করে দীর্ঘদিন যারা রাজপথে আছেন তাদের রাজনৈতিক স্বীকৃতি দেওয়া প্রয়োজন।
কৃষক দল : গত ১২ মার্চ শুক্রবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে কৃষক দলের চতুর্থ জাতীয় সম্মেলন হয়। অনুষ্ঠানে বক্তব্যের সমাপ্তিতে সংগঠনের বিধান অনুযায়ী নতুন নেতৃত্ব নির্বাচনের আগে কৃষক দলের ১৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বিএনপি মহাসচিব। এরপর নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হয়। এদিন বিকাল ৩টায় গুলশানে সম্মেলনের দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশন হয়। গুলশান কার্যালয়ে কৃষক দলের অনুসারীদের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। ফলে কমিটি আটকে যায়। আজ অবধি নতুন কমিটি আলোর মুখ দেখেনি। কিন্তু এখন আর দেরি করতে চাইছে না দলের হাইকমান্ড। যেকোনো দিন কেন্দ্রীয় কমিটি ঘোষণা দেওয়া হতে পারে। এই অঙ্গদলের সভাপতি পদে আলোচনায় আছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব হাবীব-উন নবী খান সোহেল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম। আর সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কৃষক দলের সাবেক সদস্য সচিব হাসান জাফির তুহিন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, শাহজাহান মিয়া সম্রাট।
যুবদল :সাইফুল আলম নীরবকে সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে ২০১৭ সালের ১৬ জানুয়ারি পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। মেয়াদ শেষ হওয়ার প্রায় এক মাস পর ১১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এখন পর্যন্ত কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি এই নেতৃত্ব। তবে সারাদেশে সাংগঠনিক ৮২ জেলার প্রায় সব কটিতেই কমিটি হয়েছে এর মধ্যে। পৌর, থানা, উপজেলা পর্যায়েও ৯৩৫টি ইউনিটের মধ্যে কমিটি হয়েছে ৭শ’টিরও বেশির। দলের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেকোনো সময় যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হতে পারে। তবে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করারও দাবি আছে। আহ্বায়ক হওয়ার আলোচনার দৌড়ে সবার আগে আছেন, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। অন্যান্যের মধ্যে আলোচনায় আছেন সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সহ-সভাপতি আব্দুল খালেক হাওলাদার, মাহবুবুল হাসান ভুইয়া পিংকু। আর সদস্য সচিবের আলোচনায় আছেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, ঢাকা-১৮ উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর, নুরুল ইসলাম নয়ন, মামুন হাসান ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান।সূত্র যায়যায়দিন
Dhaka, Bangladesh শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:11 PM |
Asr | 3:18 PM |
Magrib | 5:40 PM |
Isha | 6:59 PM |