আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪৯
বিডি দিনকাল ডেস্ক: – নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দলটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. শাহজাহানসহ ১৫ জনের চার বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রায় দেন। আট বছর আগে রাজধানীর ভাটারা থানায় নাশকতার মামলাটি দায়ের হয়। রায়ে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দুই বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাসের কারাভোগ করতে হবে।
এছাড়া অগ্নিসংযোগ করে ক্ষতি সাধনের অভিযোগে আরও দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাসের কারাভোগ করতে হবে। দুই ধারার সাজা এক সঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।
কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আহসান হাবিব লিংকন, বিএনপির গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ শামীমুর রহমান শামীম, তৌহিদুল ইসলাম, তুহিন, মনিরুল হক মনির, মোহাম্মদ দিদারুল ইসলাম, মাসুদ রানা, আব্দুর রাজ্জাক, জিয়াউল ইসলাম জুয়েল, মো. আরিফ, মোহাম্মদ নিশান মিয়া, মোহাম্মদ মাহমুদুল হাসান সুমন, মোজাম্মেল হক। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেন আদালত। তারা হলেন- মোহাম্মদ কফিল উদ্দিন, দ্বীন ইসলাম, মোহাম্মদ মামুন ও আমিনুল ইসলাম।
এদিকে আদালত কর্তৃক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের বিরুদ্ধে সাজা দেয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ।বিবৃতিতে তিনি বলেছেন , বিএনপি’র ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, বিএনপি’র সহ—প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম এবং সহ—গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদসহ ১৫ জনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলায় ৪ বছর করে ফরমায়েশী সাজা দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “ক্ষমতাসীন দল এতোটাই বেপরোয়া হয়ে নিজেদের অতি ক্ষমতাধর মনে করছে যে, তারা রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজেদের করায়ত্ত্ব করতে উঠেপড়ে লেগেছে। শুধুমাত্র নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য আইন—আদালত, প্রশাসনসহ সকল ক্ষেত্রে বেআইনী প্রভাব বিস্তারে মেতে উঠেছে সরকার। অবৈধ আওয়ামী সরকার এখন দেশব্যাপী পাইকারী হারে গ্রেফতার ও মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের সাজা দিয়ে ক্ষমতার দাপট খাটাচ্ছে। দেশ উচ্ছনে যাক কিন্তু বিরোধী দলকে নানাভাবে নানা কায়দায় দমন করে ক্ষমতার সিংহাসন টিকিয়ে রাখাই এখন সরকারের নিকট খুবই জরুরী হয়ে পড়েছে। আর তারই আরও একটি নিষ্ঠুর বহি:প্রকাশ ঘটলো বিএনপি’র ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, বিএনপি’র সহ—প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম এবং সহ—গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদসহ ১৫ জন নেতাকর্মীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় ৪ বছর করে সাজা প্রদানের মধ্য দিয়ে। ফ্যাসিষ্ট আওয়ামী সরকার ক্রমাগতভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেই জুলুম—উৎপীড়ণের পন্থা অবলম্বন করে একের পর এক গণবিরোধী পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু আওয়ামী দু:শাসন যতো নির্দয়ই হোক দেশের স্বাধীনতাকামী সাহসী জনগণ এখন ঐক্যবদ্ধ, যেকোন ষড়যন্ত্র রুখে দিতে জনগণ দৃঢ়প্রতিজ্ঞ। গণতন্ত্র পূণরুজ্জীবনের আন্দোলনে অংশগ্রহণরত বিএনপিসহ কোন নেতাকর্মীকে স্বৈরাচারের নির্দেশে সাজা প্রদান করে তাদের সংগ্রামী চেতনাকে স্তব্ধ করা যাবে না। বরং এতে তাদের সংগ্রামী চেতনা আরো বেশী শাণিত হবে। ইতিহাস সাক্ষ্য দেয়—কোন স্বৈরাচারের নির্যাতন—নিপীড়ণ মানুষের গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে পারেনি, শত অত্যাচারের মধ্যেও জনগণের দূর্বার আন্দোলনে স্বৈরশাসকরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের জন্যও একই পরিণতি খুবই সন্নিকটে।”
বিএনপি মহাসচিব অবিলম্বে উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট মামলা প্রত্যাহার করে তাদের সাজা বাতিলের জোর আহবান জানান।
এছাড়া বিএনপি মহাসচিব পৃথক বিবৃতিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মোঃ রেজোয়ানুল হক সবুজ, সহ—নাট্য বিষয়ক সম্পাদক সোহাগ মোল্লা ও তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুল আউয়ালসহ ১০ জনের বিরুদ্ধে গতকাল আরেকটি মিথ্যা মামলায় বিভিন্ন মেয়াদে ফরমায়েশী সাজা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিএনপি মহাসচিব অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত ভুয়া ও সাজানো মামলা প্রত্যাহার ও সাজা বাতিলের জোর আহবান জানান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |