আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৩৪
কামরুল হাসান বাবলু : বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক জাতীয়তাবাদী সমমনা জোট এর সাথে গুলশানে চেয়ারপারসন এর কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।
আজ ১২ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭ টায় এই বৈঠক শুরু হয় । প্রায় ঘন্টা খানেক এই বৈঠক চলে । আর এটি দিনের দ্বিতীয় বৈঠক বিএনপির লিয়াজোঁ কমিটির । এর আগে বিকেল ৬ টায় লেবার পার্টির সাথে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ।
এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজো কমিটির সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান ও আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন ।
বৈঠক জাতীয়তাবাদী সমমনা জোট নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ড. ফরিদুজ্জামান ফরহাদ চেয়ারম্যান এনপিপি ,বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান সভাপতি জাগপা ,এ টি এম গোলাম মাওলা চৌধুরী চেয়ারম্যান গণদল ,এম এন শাওন সাদেকী চেয়ারম্যান বাংলাদেশ ন্যাপ ,ক্বারী মো: আবু তাহের চেয়ারম্যান ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ,কমরেড. ডা: সৈয়দ নুরুল ইসলা সাধারণ সম্পাদক বাংলাদেশের সাম্যবাদী দল , মোস্তাফিজুর রহমান মোস্তফা মহাসচিব এনপিপি ,আব্দুল্লাহ আল হারুন সোহেল মহাসচিব এনডিপি , এস এম শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক জাগপা ।
অন্যদিকে গতকাল বৃহস্পতিবার যুগপৎ আন্দোলনের আগামীদিনের কর্মসূচি সমমনা দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরে এনডিএম এবং গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এই তিনটি বৈঠকেই বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।
এই বিষয়ে বিভিন্ন গণমাধ্যম এর সাথে সমন্বয় করছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |