বিডি দিনকাল ডেস্ক :- নাটোর জেলাধীন গোপালপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক এবং লালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন কচি গতকাল ভোর রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। আবদুল্লাহ আল মামুন কচি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আজ এক শোকবার্তায় বিএনপি’র সাংগঠনিক সম্পাক বলেন, “জাতীয়তাবাদী রাজনীতিতে গভীরভাবে আস্থাশীল মরহুম আবদুল্লাহ আল মামুন কচি একজন বলিষ্ঠ নেতা হিসেবে গোপালপুর পৌর বিএনপি-কে শক্তিশালী ও গতিশীল করতে মনেপ্রাণে কাজ করে গেছেন। তার মৃত্যুতে গোপালপুর পৌর বিএনপি’র যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবান নয়। আবদুল্লাহ আল মামুন কচি’র ইন্তেকালে আমি তার পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু শোকবার্তায় মরহুম আবদুল্লাহ আল মামুন কচি’র রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভানুধায়ী ও স্থানীয় বিএনপি’র শোকাহত নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।CONDOLENCE OF BNP ORGANIZING SECRETARY- 03-05-2021
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |