আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:০৪
কামরুল হাসান বাবলু :- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ ২৮ সেপ্টেম্বর বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
এই সময় মহাসচিব মির্জা ফখরুল কিছু সময় কেবিনে থাকা নজরুল ইসলাম খানের পাশে অবস্থান করেন । সেই সময় দায়িত্বরত ডাক্তার ও খানের সহধর্মীনির সাথে শারীরিক অবস্থা এবং সুঃসিকিৎসা নিয়ে কথা বলেন ।
সাবেক রাষ্ট্রদূত ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খানের দ্রুতই সুস্থতা কামনা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসন এর মিডিয়া উইংসের অন্যতম সদস্য শায়রুল কবির খান ।
গত বুধবার শ্রমিকদলের প্রধান উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসিইউতে রাখা হয়েছিল। শনিবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে বেডে স্থানন্তর করা হয়।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |