আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:২০
বিডি দিনকাল ডেস্ক: – এই প্রথম ‘জাতীয়তাবাদী ক্রীড়া দল’ এর ব্যানারে রাজধানীতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বিএনপি। দলটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর খিলক্ষেত এলাকায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বিএনপি সমর্থক সাবেক খেলোয়াড়দের সংগঠন ‘জাতীয়তাবাদী ক্রীড়া দল’।
আজ শনিবার বিকেলে খিলক্ষেত নামাপাড়ার মালেক মাতাব্বর রোড কনকর্ড লেকসিটি-সংলগ্ন মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জাতীয় ফুটবল দলের সাবেক অনেক ফুটবলার ‘জাতীয়তাবাদী ক্রীড়া দল’ আয়োজিত এই খেলায় অংশ নেন।
এই টুর্নামেন্টে ঢাকা, নরসিংদী জেলা, খুলনা বিভাগ ও মিরপুর সোনালি অতীত এই চারটি দল খেলায় অংশ নেয়। বেলা সাড়ে তিনটায় ঢাকা জেলা ও খুলনা বিভাগ প্রথম ম্যাচ হয়। এরপর মিরপুর সোনালি অতীত ও নরসিংদী জেলা ম্যাচ হয়। দুটি ম্যাচে বিজয়ী দল নিয়ে বিকেলেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।নরসিংদী জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় ফুটবলদলের সাবেক অধিনায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রিড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক এর মিরপুর সোনালি অতীত ক্লাব ।
ঢাকা জেলা দলের নেতৃত্ব দেন বাফুফে নির্বাচিত সহ-সভাপতি , বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। মিরপুর সোনালি অতীতের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। খুলনা দলের নেতৃত্বে ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার জামাল উদ্দিন, বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল এবং নরসিংদী জেলা দলের নেতৃত্বে ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সাবেক ফুটবলার ওয়ালিদ।
টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আওলাদ হোসেন মোল্লার সঞ্চালনায় টুর্নামেন্ট কমিটি আহবায়ক মঈনুল হক মঈন এর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
খেলা শুরুর আগে মাঠে উপস্থিত হয়ে ফুটবল টুর্নামেন্ট শুরুর পূর্বে জার্সি বিতরণ করছেন বিএনপি’র নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব , জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক।
বিজয়ী দলের প্রধান সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক ,নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক খেলা শেষে এক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন , আমরা আন্দোলনের পাসা পাশি খেলাদুলাকেও গুরুত্ব দিয়েছি । এই ধরণের আয়োজনের মধ্যে আমরা উদীয়মান তরুণ খেলোয়াড় পাবো । তিনি আরও বলেছেন, বিএনপি ঘোষণাপত্রে ২৮ নম্বর ধারায় বলা হয়েছে “জাতির স্বতঃস্ফূর্ত সৃজনশীল প্রতিভার সুষ্ঠু সার্বিক বিকাশে’র উদ্দেশ্যে আমাদের দল সংস্কৃতি, সাহিত্য ও ক্রীড়ার সংগঠিত ও বিস্তৃততর উন্নয়নে’র প্রচেষ্টা অব্যাহত রাখবে”। সেই দিকটা অনুধাবন করে এই প্রথম এই ধরণের আয়োজন করা হয়েছে । এই আয়োজন আগামীতে অব্যাহত থাকবে বলে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন আমিনুল ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |