সিডনি রিপোর্টারঃবিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনতার মেয়র তাবিথ আউয়ালের সাথে এক মত বিনিময় সভা গত ০৯ই জুলাই সিডনির লাকেম্বাস্থ ধানসিঁড়ি হল রুমে বিএনপি অস্ট্রেলিয়ার উদোগে অনুষ্ঠিত হয়।মত বিনিময় সভায় সিডনি বিভিন্ন পেশাজীবি সহ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার অর্ন্তবর্তীকালীন কমিটির আহ্ববায়ক মোঃমোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল হাছানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনতার মেয়র তাবিথ আউয়াল।
অতিথি হিসাবে বক্তব্যে রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি মনিরুল হক জর্জ,প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক ভূইয়া, সাবেক আহ্ববায়ক মোঃদেলওয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন,মানবাধিকার সংগঠক অধ্যাপক শিবলী আব্দুল্লাহ,সাংবাদিক সালেহ উদ্দিন, কেমবেল টাউন সিটি কান্সিলর ইব্রাহিম খলিল মাসুদ,সাবেক কাউন্সিলর শাহেজামান টিটু,বিএনপি অস্ট্রেলিয়ার উপদেষ্টা এডভোকেট নাসির উল্লাহ ,ডাঃ আব্দুল ওহাব বকুল,কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা, নিউসাউথওয়েলস স্টেট প্রার্থী এএনএম মাসুম, বিএনপি অস্ট্রেলিয়ার অর্ন্তবর্তীকালীন কমিটির যুগ্ম আহ্ববায়ক মুন্নি চৌধুরী মেধা, এডভোকেট মোবারক হোসেন,জাহাঙ্গীর আলম,মোহাম্মদ কামরুজ্জামান,গোলাম রাব্বী শুভ্র ,ইন্জিনিয়ার মিনহাজ উদ্দিন,জাহিদুর রহমান,মোহাম্মদ নাসির আহম্মেদ,মো.নৌশাদ আলী,মোহাম্মদ জাকির হোসেন রাজু,মো.কুদ্দুসুর রহমান,মোহাম্মদ আনোরুজ্জামান ,শাহজাহান সেলিম বুলবুল,এসএম খালেদ,আবু বকর সিদ্দিক, বিএ রাজু ।
মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মো রফিকুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী আবু জাকারিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গায়ক রুহুল আমিন, মো রাশেদুল ইসলাম,মোহাম্মদ বাচ্চু,মোহাম্মদ শহিদুল্লাহ,পবিত্র বড়ুয়া,সীমা আক্তার সহ অসংখ্য নেতৃবৃন্দ।
তাবিথ আউয়াল বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে বিদেশে আমরা সবাই ঐক্যেবদ্ধ ইনশাল্লাহ শ্রীঘ্রই কঠিন আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরে পাবেএবং অবৈধ হাসিনার পতন হবে।
বিএনপি অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ঘোষণা, খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্যের উধ্বগতি নিয়ন্ত্রণ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তির দেওয়ার আহ্ববান জানান ।