সিডনি :- সিডনি থেকে বিএনপি অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানান মরক্তরাঙ্গা ২১ শে ফেব্রুয়ারী আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। এটি ছিল তৎকালীন পূর্ব বাংলার একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মাতৃভাষা বাংলার অধিকার ও মর্যাদা রক্ষার জন্য সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন বাজি রেখে রাজপথে নেমে এসে পুলিশের গুলিকে পরোয়া না করে নিজের দাবিতে সোচ্চার থাকে। সেদিন ছাত্ররা নিজেদের জীবন উৎসর্গ করে মাতৃভাষার মহিমা প্রতিষ্ঠায় যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্ব ইতিহাসে বিরল। তাদের এই মহান আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান। বায়ান্ন সালের ২১’শের পথ ধরেই এদেশের সকল গণতান্ত্রিক এবং স্বাধীকারের সংগ্রাম সম্প্রসারিত হয়ে অর্জিত হয়েছে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, আমরা পাই স্বাধীনতার স্বাদ। সংখ্যাগরিষ্ঠের ভাষা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার সরকারী স্বীকৃতি না দিয়ে তৎকালীন পশ্চিমা শাসকগোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে এদেশের উপর নিজেদের সাংস্কৃতিক আধিপত্য বজায় রাখতে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল-এদেশকে স্থায়ীভাবে পরাধীন রাখার জন্য। কিন্তু ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তা প্রতিরোধ করে। দেশ স্বাধীন হলেও নতুন করে ভিন্ন মাত্রায় আধিপত্যবাদী শক্তি এদেশের উপর সাংস্কৃতিক, রাজনৈতিক আধিপত্য কায়েম করে জাতি হিসেবে আমাদেরকে নতজানু করে রাখতে নানা কারসাজী চালিয়ে যাচ্ছে। ভিন্ন কায়দায় আমাদের ভাষা সংস্কৃতির ওপর বিদেশী সাংস্কৃতিক আগ্রাসন চলছে মহল বিশেষের তাবেদারির জন্য। যাতে আমরা মাথা উচুঁ করে দাঁড়াতে না পারি। আর এইজন্যই এখন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আবারো একদলীয় দু:শাসনের শৃঙ্খলে দেশের মানুষকে আটকে রাখা হয়েছে। গণতন্ত্রকে আরও কঠিনভাবে লৌহ শৃঙ্খলে বন্ধ করে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে এদেশের বারবার বহুদলীয় গণতন্ত্রের মুক্তির দিশারী বেগম খালেদা জিয়াকে।
বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দের মধ্যে বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক আহবায়ক মোঃদেলোয়ার হোসেন, সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো.মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ,সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, সাবেক যুগ্ম আহবায়ক কুদরত উল্লাহ লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব লুৎফুল কবির, আলহাজ্ব মোহাম্মদ নাসিম উদ্দিন আহম্মেদ ,আবুল হাসান, মোবারক হোসেন,একে এম ফজলুল হক শফিক, তারেক উল ইসলাম, ইয়াসির আরাফাত সবুজ, এএনএম মাসুম,হাবিব রহমান,এসএম রানা সুমন,একেএম মাহবুব তালুকদার রিপন, সেলিম লিয়াকত ,খাইরুল কবির পিন্টু , আবুল কালাম আজাদ, এস এম খালেদ, মৌহাইমেন খান মিশু, খাইরুল কবির শান্ত, শেখ সাইফ, মোতাহের হোসেন,মোহাম্মদ নাসির উদ্দিন আহম্মেদ , মোহাম্মদ জাকির হোসেন রাজু, জিয়াউল হক ভূইয়া,আব্দুল করিম, নূর মোহাম্মদ মাসুম,মোহাম্মদ কুর্দি, শফিকুল ইসলাম রিপন,মোহাম্মদ জসিম সহ অসংখ্য নেতৃবৃন্দ ।