- প্রচ্ছদ
-
- চট্টগ্রাম
- বিএনপি করার অপরাধে চট্টগ্রামে বিএনপি নেতা গিয়াস উদ্দিন’র ব্যবসা-বানিজ্য শেষ
বিএনপি করার অপরাধে চট্টগ্রামে বিএনপি নেতা গিয়াস উদ্দিন’র ব্যবসা-বানিজ্য শেষ
জীবনের চরম নিরাপত্তাহীনতায় দিন-রজনী পার
প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৩ ৩:০১ অপরাহ্ণ
এম, এ কাশেম, ব্যুরো প্রধান “বিডি দিনকাল’ চট্টগ্রাম : শুধুমাত্র বিএনপি করার অপরাধে ব্যবসা-বানিজ্য সব (প্রায়) কিছু শেষ করে দিয়ে ও ক্ষান্ত হয়নি প্রতিপক্ষ রাজনৈতিক দল’র নেতা-কর্মী ও সন্ত্রাসীরা!
একের পর এক কাল্পনিক/মিথ্যে ও সাজানো মামলা দায়ের করে পুলিশ দিয়ে গ্রেপ্তার- হয়রানীর ‘খড়গ’ চালিয়ে নিজ এলাকায় গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে শহরে গিয়ে আত্মগোপনে থাকার চেষ্টা করে ও শেষ রক্ষা হচ্ছে না।
ফলে, একেবারেই নিরাপত্তাহীনতার মধ্যে দিন-রজনী পার করে যেতে হচ্ছে উক্ত বিএনপি নেতাকে।
সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মীরসরাই উপজেলার বাসিন্দা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক সদস্য ও বর্তমান মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম: সদস্য মোঃ গিয়াস উদ্দিন নিজ এলাকা মীরসরাই উপজেলা সদরে কসমেটিকস্ দোকান, স’ মিল ও ফার্নিচার দোকান দিয়ে সুন্দর ভাবে ব্যবসা পরিচালনা করে যাচ্ছিলেন। কিন্তু, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর স্বল্প সময়ের জন্য কিছু টা ভালো থাকলে ও পরবর্তীতে দলের বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত থাকা এবং দলের বিভিন্ন কর্মে নিবেদিত হয়ে ভূমিকা পালন করে যাওয়ার কারণে চক্ষুশ্যূল হয়ে পড়ে প্রতিপক্ষ দলীয় নেতা-কর্মী ও সন্ত্রাসীদের। বিভিন্ন ভাবে বল প্রয়োগ ও হুমকি-ধামকির কারনে একে একে সব ব্যবসা-ই বন্ধ হয়ে যায়।
ফলে, নিজের ও পরিবার-পরিজনের জীবন বাঁচাতে নিজ এলাকার সব কিছুর মায়া ত্যাগ করে শহরের বাসিন্দা হয়ে যেতে বাধ্য হতে হয় তাকে। এর-ই মধ্যে নামে বে- নামে তার বিরুদ্ধে বিভিন্ন অজুহাতে মামলা ও ঠুকিয়ে দিয়ে লেলীয়ে দেয়া পুলিশ বাহিনীকে।
যার কারণে একেবারেই নিরাপত্তাহীন হয়ে পড়েন তিনি। নিরাপত্তাহীনতার মধ্যে ও তিনি জীবন-জীবিকা রক্ষার তাগিদে ছোটোখাটো কোনো রকম ব্যবসা-বানিজ্য করে শহরে অবস্থান করেন।
এতো কিছুর পর ও রাজনৈতিক নেশা ও দলকে ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে দলের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকেন। এবং দলের জন্য সম্ভবপর: কিছু না কিছু করে যাওয়া রতাবস্থায় তাকে শহরে ও টার্গেট করে ফেলা হয়।
এক পর্যায়ে বিস্তারিত খবরাখবর রেখে এবং ঠিকানা সংগ্রহ করে তার শহরের ব্যবসা প্রতিষ্ঠানে ও হানা দেয় সন্ত্রাসী চক্র। এবং পুলিশ দিয়ে গ্রেপ্তার-হয়রানীর ‘খড়গ’ চালানো অব্যাহত রাখে।
বর্তমানে উক্ত বিএনপি নেতা গিয়াস উদ্দিন একদিকে সন্ত্রাসী হামলার ভয় ও পুলিশের গ্রেপ্তারের ভয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে অন্যত্র আত্মগোপনে থাকতে বাধ্য হতে হচ্ছে। অন্যদিকে মিথ্যে মামলার আসামি হওয়ার কারণে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে ঘুরতে আর্থিক ভাবে ও টানাপোড়েনের মধ্যে পড়ে যেতে বাধ্য হয়েছেন।
দলের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানায়, যে সব নেতাদের কে অতিত সময়ে বিভিন্ন ভাবে সহযোগীতা করেছিলেন তিনি সে সব দায়িত্ববান কোনো নেতা তার এমন দুর্ভোগময় সময়ে তার পাশে দাড়ানো তো দূরের কথা খবর পর্যন্ত ও নিচ্ছে না!
এ প্রসঙ্গে জানতে চাইলে উক্ত বিএনপি নেতা গিয়াস উদ্দিন জানান, দলের জন্য যাহা করেছি তার মূল্য পাইনি/পাচ্ছি ও না। তিনি আল্লাহর ওপর ভরসা রেখে বলেন, আল্লাহ চাইলে একদিন সব কিছু-ই করে দিবেন সে আশা-ভরসা দলের জন্য এখনো কাজ করে যাচ্ছি এবং আগামীতে ও করে যাবো।
Please follow and like us:
20 20