আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৮
নরসিংদী :- নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে শতাধিক নেতাকর্মীসহ বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন অবরুদ্ধ রয়েছেন। চারদিক থেকে কার্যালয়টি ঘিরে রেখেছে অতিরিক্ত পুলিশ। বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটকের খবর পাওয়া গেছে।
সোমবার (২২ নভেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের বাইরে উন্নত চিকিৎসার সুযোগদানের দাবীতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে জেলা বিএনপি তাদের চিনিশপুর দলীয় কার্যালয়ে আয়োজন করে বিক্ষোভ সমাবেশের।
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন জানান, কোনো কারণ ছাড়াই পুলিশ আমাদের অবরুদ্ধ করে রেখেছে। সেই সংগে তারা ১৫ থেকে ২০ জন নেতা-কর্মীকেও আটক করেছে। গ্রেফতারের ভয়ে তারা কার্যালয় থেকে বের হতে পারছেন না। ঐএলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে ।
তাঁর স্ত্রী বিএনপি নেত্রী শিরিন সুলতানা জানান, ঢাকার সমাবেশ শেষ করেই নরসিংদীর কর্মসূচি পালন করতে গেছেন খোকন। এখনো অবরুদ্ধ হয়ে আছে।
তবে আটক ও অবরুদ্ধের বিষয়টি নাকচ করে দিয়ে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, এলাকার সার্বিক নিরাপত্তার জন্যেই পুলিশ দায়িত্ব পালন করছে। কাউকে গ্রেফতার বা অবরুদ্ধ করেও রাখা হয়নি। বিএনপি নেতা-কর্মীরা তাদের ইচ্ছেমতো দলীয় কার্যালয় থেকে বের হতে পারবেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি কার্যালয়ের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |