আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৯
কুয়েত প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তা বাদীদল বিএনপি কুয়েত শাখা এখন চলছে অজানা গন্তব্য হীন পথে ।বর্তমানে কুয়েত বিএনপি কাণ্ডারিবিহীন ।একদিকে সভাপতি মাহফুজ, অন্যদিকে অন্য নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের মোল্লা ,সাধারণ সম্পাদক আবুল হাসেম এনাম ,প্রথম যুগ্ম সম্পাদক মো:আজিজ উদ্দিন মিন্টু ও সাংগঠনিক স্পাদক শেখ মোস্তফা কামাল । সাথে সহযোগিতা করে যাচ্ছে আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব শওকত আলী ।
সম্প্রতি বিভিন্ন সূত্র ও সোসিয়াল মিডিয়ায় দেখা যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৬ তম শুভ জন্ম বার্ষিকী উপলক্ষে একটি ব্যানার আকারে পোষ্টার পোস্ট করা হয় ফেসবুকে। তাতে স্পষ্ট আকারে দেখা যায় প্রধান অথিতি রয়েছে সাংগঠনিক সমন্বয়ক আহম্মেদ আলী মুকিব ,সভাপতিত্বে মাহফুজুর রহমান মাহফুজ ,সঞ্চালনায় সাধারণ সম্পাদক আবুল হাসেম এনাম ।।
কুয়েত স্থানীয় সময় ভার্চুয়াল এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ১৫ আগস্ট রাত নয়টায়। আলোচনা সভা চলাকালীন সময়ে সভাপতি মাহফুজের পাশে নির্বাচিত কোনো নেতাকে দেখা যায় নাই ।অন্যদিকে অন্য ৪নেতা ও সাবেক সদস্য সচিবকে দেখা যায় । তাৎক্ষণিক ভার্চুয়ালে যোগদান করা অন্যান্য নেতা কর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় । যা যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পরে ।
এই সভাকে ঘিরে আগে থেকে সভাপতি মাহফুজ অন্য নেতাদের সাথে কোনো প্রকার আলাপ আলোচনা ছাড়াই নিজ ক্ষমতা বলে এই ব্যানার প্রিন্ট করে ফেসবুক পোস্ট করে ।সভা চলাকালীন সময়ে মাহফুজের পিছনে আর ওই পোস্টারটি (ব্যানার ) দেখা যায়নাই । ঠিক অন্য নেতাদের এক কাতারে বসে দোয়া করতে দেখা যায় একটি নতুন ব্যানার টাঙিয়ে ।এতে তাদের পারস্পরিক দ্বন্ধ ও মতপার্থক্য যে প্রকট আকার ধারণ করেছে তা স্পষ্ট হয়ে পরে ।
এটি একদিনের দ্বন্ধ নয় ।সাবেক সদস্য সচিব সহ নির্বাচিত ৫ নেতার পারস্পরিক দ্বন্ধটি কমিটি গঠনের পর থেকেই শুরু হয় ।যা প্রায়ই তাদের আলোচনা সভা চলাকালীন সময়ে প্রকাশ পায়। বিভিন্ন সূত্র থেকে জানা যায় কমিটি বাণিজ্য নিয়েই মূলত দ্বন্ধ।যা সাংগঠনিক নেতা আহম্মেদ আলী মুকিবও জানেন। এর একটি ভয়েস কল রেকর্ড এখন কুয়েতের বিএনপির সাথে সম্পর্কিত অনেক নেতা কর্মীদের কাছে রয়েছে । এই রেকর্ডটি মূলত সভাপতি মাহফুজ তার ফোন কলে রেকর্ড করে রাখেন তার এক ঘনিষ্ট সমর্থকের অভিযোগ । আর তিনিই এখন তার প্রতিপক্ষকে ঘায়েলকরতে এটি বাহিরে ছেড়ে দেন । প্রতিপক্ষ থেকে জানা যায়, মাহফুজ তার বলয় শক্তিশালী করতে তার নিজস্ব
ব্যক্তিদেরকে কমিটিতে স্থান দিতে চাইছেন যাদের অনেকেই কুয়েত বিএনপি সাথে সম্পৃক্ত ছিলোনা । তারা আরো বলেছেন ,তার চরম স্বেচ্ছাচারিতা অন্য নেতাদের ও কর্মীদের ভাবিয়ে তুলেছে ।সাংগঠণিক কোনো কর্মকান্ড নিয়ে কিছু করতে গেলে তিনি তার অন্য নির্বাচিত নেতাদের সাথে কোনো পরামর্শ করেন না বরং অনেক রূঢ় আচরণ করেন। অভিযোগ রয়েছে তিনি কাউকে কোনো পাত্তা দিচ্ছেন না । সভাপতি যে এক অসীম ক্ষমতার মালিক তা তিনি ও তার সমর্থকরা নানা ভাবে প্রচারণা চালাচ্ছেন । একেই সাথে যাদের সহযোগিতায় ভোটের মাধ্যমে তিনি যুবদলের সভাপতি থেকে বিএনপির মতো একটি দলের সভাপতি হয়েছেন বিএনপির সদস্য না হওয়া সত্ত্বেও তাদের সাথেও তিনি অসাংগঠনিক আচরণ করে যাচ্ছেন । এতে ক্ষিপ্ত হয়ে রয়েছে অনেক নেতা কর্মীরা । তবে যেই কোনো মুহূর্তে যেই কোনো অনাখাঙ্কিত ঘটনা ঘটে যেতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছে কুয়েত বিএনপির তৃনমুলের নেতা কর্মীরা ।এই মুহূর্তে সর্বস্তরের নেতা কর্মীদের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে ।
অন্যদিকে অনেক নেতা কর্মী নাম প্রকাশ না করার শর্তে সভাপতি মাহফুজের স্বেচ্চাচারিতা,অসাধাচরণ এবং কমিটি বাণিজ্যের অভিযোগে এনে আরো এক নেতার কমিটি বাণিজ্যের অভিযোগ তুলে তাদের পদত্যাগ দাবি করেছে ।
সম্প্রতি একটি ভার্চুয়াল বৈঠকে আহম্মেদ আলী মুকিব যতদ্রুত সম্ভব একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন নির্বাচিত নেতাদেরকে।ইতিমধ্যে এই সময় টুকু ও পার হয়ে গিয়েছে ।আজ প্রায় ৮ মাস পার হতে চলছে নির্বাচনের।কিন্তু এখন পর্যন্ত একটি সর্বজন গ্রহণ যোগ্য কমিটি করতে পারে নাই ।এই ব্যর্থতার দায় ভার কে নেবে,প্রশ্ন এখন সর্বত্রই ।
এই উত্তেজনা নিরসন করে একটি গ্রহণ যোগ্য কমিটি গঠনের জন্য আহম্মেদ আলী মুকিবের আবারও হস্তক্ষেফ চাইছেন নেতা কর্মীরা ।তা না হলে বিভাজন প্রকট আকার ধারণ করবে এমনটা মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞ মহল ।
অন্যদিকে গত ১ জানুয়ারির শুক্রবার ২০২১ ইং নির্বাচন হওয়ার পর এই নেতারা নির্বাচত হয় প্রায় ৭৪ জন ভোটারের ভোটের মাধ্যমে। এর আগে দীর্ঘ দিনের ত্রিধা বিভক্ত কুয়েত বিএনপির ৪৭ সদস্য বিশিষ্ট্য কমিটি ঢাকা থেকে 2020 সালের ১৪ জানুয়ারি অনুমোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । এই অনুমোধনের পর থেকে প্রায় এক বছর লেগে যায় একটি নির্বাচনের আয়োজন করতে । এর আগে বিএনপির মধপ্রাচ্য সাংগঠিক সমন্বয়ক ও সৌদি আরব বিএনপির (প:) শাখার বর্তমান কমিটির আহ্বায়ক আহম্মেদ আলী মুকিব ওই ত্রিধা বিভক্ত বিএনপির নেতৃবৃন্দদের সাথে বসে আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচিত করেন সকলের মতা মতের ভিত্তিতে ।
অন্যদিকে কেন্দ্র থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দপ্তরের দায়িত্বরত রুহুল কবির রিজভী আহম্মেদ স্বাক্ষরিত একটি চিঠিও দেয়া হয় আহম্মেদ আলী মুকিবকে কুয়েত বিএনপির একটি গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি গঠনের জন্য গত ২০১৯ সালের ২৬ ডিসেম্বর ।
বি:দ্র:পরবর্তী পর্ব-নির্বাচনে ৫ নেতা নির্বাচিত হওয়ার পরেও সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব নিজেকে এখনও চলমান সদস্য সচিব মনে করে ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছে ,৫ নেতার বৈঠকেও সম্পৃক্ত থাকছে-এইটা আদও কতটা গ্রহণ যোগ্য তাই নিয়ে মাঠে আলোচনা সমালোচনা চলছে-পর্ব ২-
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |