আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:০১
বিডি দিনকাল ডেস্কঃ- ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মসিউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ১১টার দিকে স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। জাতীয় সংসদের সাবেক এই হুইপ ঝিনাইদহের নিজ বাসায় অবস্থানকালে স্ট্রোক করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মুক্তিযোদ্ধা কমান্ডার মসিউর রহমান বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এদিকে মসিউর রহমানের মৃত্যুতে তাৎক্ষনিক শোক ও দুঃখ প্রকাশ করে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বড়ো অসময়ে তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। ওনার এই সময়ে চলে যাওয়ায় দলের ও দেশের অপুরনিয় ক্ষতি হয়েছে।
একেই সাথে মরহুম মসিউর রহমানের আত্তার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মির্জা ফখরুল।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |