আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:০৪
বিডি দিনকাল ডেস্ক:- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। গতকাল গণমাধ্যমকে তিনি জানান, হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়াকে বাসায় নেয়ার মতো শারীরিক পরিস্থিতির উন্নতি হয়নি তার। তাই আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। তবে শারীরিক জটিলতার কিছুটা উন্নতি হয়েছে। জাহিদ হোসেন বলেন, এটাকে ভালো বলা যাবে না। চিকিৎসকরা মনে করছেন, হাসপাতালে তাকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন।
সে কারণে তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। এর আগে গত ৯ই আগস্ট হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা এবং হৃদরোগে ভুগছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রফেসর ডা. সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা দেয়া হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বিএনপি।
বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্ভিগ্ন হয়ে আছে বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা । বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে এখনো সরকার বন্দি করে রেখেছে । বিদেশে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে রেখেছে এমনটা মনে করছেন নেতা কর্মীরা ।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |