- প্রচ্ছদ
-
- প্রবাসের সংবাদ
- বিএনপি নেতা আহমেদ আলী মুকিব জন্মদিনে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত
বিএনপি নেতা আহমেদ আলী মুকিব জন্মদিনে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত
প্রকাশ: ২৮ মার্চ, ২০২১ ৮:৩৩ পূর্বাহ্ণ
আলম হোসেন:- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের জন্মদিন ছিল বৃহস্পতিবার। বহির্বিশ্ব বিএনপির জনপ্রিয় নেতা আহমেদ আলী মুকিব গত ২৫শে মার্চ ৫৭ বছর পূর্ণ করলেন। জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা আর নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হয়েছেন তিনি।
বৃহস্পতিবার প্রথম প্রহর থেকেই বিএনপি এবং এর সহযোগী সংগঠনের দেশে বিদেশে নেতা-কর্মীরা ফেইসবুকে আহমেদ আলী মুকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল তার ফেইসবুকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখছেন – শুভ জন্মদিনের শুভেচ্ছা জীবনের সবগুলো চাওয়া-পাওয়া অচিরেই এক বিন্দুতে মিলুক,অনিঃশেষ ভালোবাসা ও অন্তহীন শুভকামনা শতবার শতরুপে আপনার জীবনে এই দিনটি আসুক। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
আয়ারল্যান্ড বিএনপি সভাপতি হামিদুল নাসির লিখেছেন মানুষ কিভাবে নিজের কর্মের মাধ্যমে এতো জনপ্রিয় হতে পারে মুকিব ভাইকে না দেখলে হয়তো কখনো তা অনুধাবন করতে পারতাম না . তুমি অনেক উঁচু মনের মানুষ , তুমার তুলনা শুধু তুমি যুগে যুগে তুমাকে এভাবেই দেখতে চাই . শুভ জন্মদিনের শুভেচ্ছা প্রিয় ভাই
কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু লিখেছেন – শুভ জন্মদিন প্রিয় ভাই জন্মদিনের সট্যাটাস দিয়ে হয়না, ভালবাসাটা অন্তরেই থাকে, তবুও দিলাম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন আপনাকে !সুন্দর ও প্রাণবন্ত হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয়,চাঁদের আলোই উদ্ভাসিত হোক আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্ত।আপনার সততা, প্রজ্ঞা,মেধা,বিচক্ষণতা,বুদ্ধিমত্তা দিয়ে সামনে আরো এগিয়ে যান।দলের নেতা কর্মীদের সেবাই নিয়োজিত থেকে সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছে যান।ভাই এর বন্ধন টিকে থাকুক যুগ থেকে যুগান্তরে।এই বিশেষ দিনে আমার হৃদয়ের অন্তঃস্হল থেকে আপনাকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা আপনার সুস্বাস্থ্য সফলতা এবং দীর্ঘায়ু কামনা করি।জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা রইলো আল্লাহ্ আপনাকে দীর্ঘজীবী করুক।
কুয়েত বিএনপির সাবেক সদস্য সচিব শওকত আলী লিখেছেন –আমি দেখেছি বিশাল এক মনের অধিকারী আহমেদ আলী মুকিব ভাই কে, আমি আলোর পথ খোঁজে পাই নি, আমি পেয়েছি সত্যপথের আলোর দিশারী।আজ ভাইর শুভ জন্মদিন, জন্মদিনে দোয়া আর ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারলাম না।সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, মহান রাব্বুল আলামিন যেনো ভাই কে সুস্থভাবে আমাদের মাঝে রাখেন।শুভ জন্মদিন ভাই।শুভ হোক আগামীর পথচলা।
বাহরাইন বিএনপির সিনিয়র সহসভাপতি আকবর হোসেন লিখেছেন লিখেছেন – শুভ জন্মদিন সৌদিআরব বিএনপির সুনামধণ্য সভাপতি, পরিচ্ছন্ন ছাত্র রাজনীতির অহংকার, ক্ষমতার শীর্ষে থেকেও যিনি ক্ষমতাকে অপব্যবহার করেননি সেই সর্বমহলে গ্রহণযোগ্যের প্রিয় মুকিব ভাই। ভাই আপনার কথা অর্থাৎ মধ্যপ্রাচ্য বিএনপি যতদিন থাকবে ততদিন আপনার কথা চিরকৃতজ্ঞতার সহিত মনে রাখবে। জন্মদিনে আপনার প্রতি অনেক শুভকামনা রইল । শুভ হউক আপনার আগামীর পথচলা।
প্রিয় নেতার জন্মদিনে মহিলা দলের আন্তর্জাতিক সম্পাদক মমতাজ আলো তার ফেসবুকে লেখেন,মানুষ কিভাবে নিজের কর্মের মাধ্যমে এতো জনপ্রিয় হতে পারে না দেখলে হয়তো কখনো তা অনুধাবন করতে পারতাম না . আপনি অনেক উঁচু মনের মানুষ , আপনার তুলনা শুধু আপনি যুগে যুগে আপনাকে এভাবেই দেখতে চাই .“শুভ জন্মদিন প্রবাসে হাজার হাজার কর্মী গড়ার কারিগর হাজারও কর্মীর শ্রদ্ধার প্রিয় নেতা মধ্যে প্রাচ্যে বিএনপির কান্ডারী আহমদ আলী মুকিব ভাইয়ের শুভ জন্মদিনের শুভেচ্ছা।
অষ্ট্রিয়া বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মাসুদূর রহমান লিখেছেন শুভ জন্মদিন প্রিয় ভাই। জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন রইল। শুভ হোক আপনার আগামী দিনের পথ চলা।”
ফ্রান্স বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম লিখেছেন, শুভ জন্মদিন ভাই। শুভ ও শান্তিময় হোক আপনার আগামী দিনের জীবন এবয় পথচলা।
জার্মান বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাক খান লিখছেন এই শুভ মুহুর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে মুকিব ভাইয়ের জন্য রইলো আমার অনেক অনেক দোয়া এবং ভালবাসা–শুভ জন্মদিন মূকিব ভাই।
বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলম হোসেন লিখেছেন দেখতে দেখতে সময় অনেক চলে গেছে। আমার আর তোমার ভাতৃত্ব অর্ধ যুগের থেকে বেশী সময় পাড়ি দিয়ে এসেছে। টের-ই পাইনি কখন এতটা পথ একসাথে হাঁটা হয়ে গেল । তোমার আমার সম্পর্ক ভাতৃত্বের আর ভালবাসার। একই সম্পর্কের ভিন্ন ভিন্ন নাম। তবে মনে হয়, ভাতৃত্বের যে ভালবাসা, কোনদিন তা তুলনা করার নয়। ভাতৃত্বের এই অকৃত্রিম ভালবাসা বেঁচে থাকুক আজীবন… এমনই নিঃস্বার্থভাবে। শুভ জন্মদিন ভাই। কর্মীদের জন্য যতোটা কোমল, আদর্শিক রাজনীতিতে নেতাকর্মীদের জন্য যেমন তাঁর দরজা খোলা থাকে সবসময়, তেমনি অসৎ উদ্দেশ্যে কেউ গেলে দরজা বন্ধ থাকে সবসময়ই। কখনো কোন লোভের মোহে আচ্ছন্ন হতে দেখিনি তাঁকে। ; যা তাঁকে স্বতন্ত্র ব্যক্তিসত্তায় প্রতিষ্ঠিত করেছে। শুভ জন্মদিন, শুভ হোক তোমার অনাগত ভবিষ্যতের প্রতিটি দিন, দৃঢ় থেকে দৃঢতর হোক আগামীর প্রতিটি পদক্ষেপ, শহীদ জিয়ার আদর্শের আলোয় প্রজ্জলিত কর প্রতিটি কর্মী, সহকর্মী, সহযোদ্ধা ও সংশ্লিষ্ট সবাইকে।
ফিনল্যান্ভ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামান সরকার মনির লিখেছেন- আজকে বহির্বিশ্ব বিএনপির নয়নের মনি সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব ভাইয়ের জন্মদিন ।। জন্মদিনে রইল নিরন্তন শুভ কামনা শুভ জন্মদিনেরশুভেচ্ছা।
কানাডা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনছার উদ্দিন লিখেছেন – শুভ জন্মদিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব ভাইর জন্মদিনে নিরন্তর শুভেচ্ছা রইলো। শুভ কামনা রইলো সাফল্যময় হোক আপনার জীবন।
স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর লিখেছেন—দূর থেকে উইশ করা ছাড়া আর কিছুই করার নেই শুভ জন্মদিন ভাই শুভ হোক তোমার আগামীর পথ চলা বেঁচে থাকো যুগ যুগ আমাদের মাঝে।
মালদ্বীপ বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম লিখেছেন – শুভ জন্মদিন ভাই। অখ্যাত-অপরিচিত ছোট ভাইদের অনুরোধ রাখেন খোঁজ-খবর নেন বলে দীর্ঘদিন বেঁচে থাকবেন।নিউজফিড টা আজ মুকিব ভাইময়, দেখে অনেক ভালো লাগছে… ফেবুতে যেন আজ জন্মদিন উৎসব চলিতেছে, শতবর্ষী হউন আমাদের শ্রদ্ধেয় ভাই এই কামনা করি…
লেবানন বিএনপির সদস্য সচিব ওয়াসিম আকরাম লিখেছেন এই প্রথম কোন নেতার প্রতি কর্মীদের এত ভালোবাসা সত্য মুগধ করে দেয়, প্রতিটা উইস যেন মুকিব ভাই কর্মীদের কতটুকু ভালোবাসেন তা প্রমাণ করে দেয়, প্রত্যক নেতা যেন মুকিব ভাইর মত হন,জীবনের প্রতিটি মূহুর্ত হয়ে উঠুক জন্মদিনের মতই আনন্দময়। ভাইর সু-স্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
ফ্রান্স বিএনপি নেতা মিজানুর লিখেছেন আপনার মত বড় ভাই পেয়েছি বলেই রাজনীতিতে থাকতে পেরেছি। আপনি আমাদের মাথার ওপরে ছায়ার মত। এভাবে যেন সারাজীবন আমাদের পাশে থাকতে পারেন সেই দোয়া করি। আপনার জন্মদিন শুভ হোক। শুভ জন্মদিন বড় ভাই।
সৌদিআরব বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান লিখেছেন প্রিয় নেতা, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনার আগামীর পথচলা শুভ হোক।
সৌদিআরব তাবুক বিএনপি নেতা তাজুল ইসলাম বাবুল লিখেছেন আপনার মত একজন নেতা পেয়েছি বলেই আমরা রাজনীতি করার অনুপ্রেরণা পাই। আপনার জন্মদিন আনন্দের হোক। শুভ জন্মদিন প্রাণপ্রিয় নেতা।
সৌদিআরব যুবদল নেতা তৌফিক হাসান লিখেছেন সময়ের যোগ্য নেতা, আজকের এই বিশেষ দিনে দোয়া করি আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু দান করে। আগামীর পথ চলা শুভ হোক।
আমেরিকা মিশিনগান সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ লিখেছেন লিখেছেন – শুভ জন্মদিন কর্মীবান্ধব, অমায়িক ও জনপ্রিয় নেতা আপনার জীবন সফল ও স্বার্থক হোক।
উল্লেখ্য,সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে মধ্যেপ্রাচ্য ঝড় তোলা বিএনপির এই তরুন নেতা মুকিবের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুস শহীদ ও মাতা আমেনা বেগম। চার ভাই দুই বোনের মধ্যে জ্যেষ্ঠ মুকিব। ১৯৯৪ সালের আগস্ট বানিয়াচং ঐতিহ্যবাহী পরিবারের মেয়ে আকিদা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিবাহিত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যার গর্বিত পিতা। বড় ছেলে তারিক সৌদি আরবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বিবিএ ডিগ্রি সম্পন্ন করে মাস্টার্স অধ্যায়নরত রয়েছেন। কন্যা রিম সৌদি আরবের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ‘এ’ লেভেলে পড়াশোনা করছেন।
তখন কে জানত যে, বাংলার প্রত্যন্ত জনপদ হবিগঞ্জের একটি গ্রামে জন্মগ্রহণকারী এ শিশুটি একদিন বড় হয়ে ভাটি বাংলার মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিজ জীবনকে নিবেদন করবেন।সংগ্রামী জীবনে সততা, মেধা, কর্তব্যনিষ্ঠা ও সব প্রতিকূলতা অতিক্রম করে জনকল্যাণমূলক রাজনীতির অভীষ্ট লক্ষ্যে তিনি এগিয়ে চলেছেন। ’১/১১-এর পর রাজনীতির ক্ষেত্রে দল ও মতাদর্শ পরিবর্তনের হিড়িক পড়ে যায়। রাজনীতিকরা সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের বেচাকেনার সামগ্রীতে পরিণত হয়। প্রলোভন ও হুমকির মুখে বহু আদর্শবাদী আদর্শচ্যুত হলেও তিনি ছিলেন নির্ভীক, ব্যতিক্রম এবং অনন্য,মাথা নত করেননি।কিন্তু কোনো ধরনের প্রলোভন বা হুমকির কাছে নতি স্বীকার করেননি।শহীদ জিয়ার আদর্শ ও চেতনার একনিষ্ঠ অনুসারী হিসেবে শুধু দেশের মানুষের কাছে নয়, সমগ্র বিশ্বেই বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে তিনি পরিচিত।
আহমদ আলী মুকিবের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তরুণ বয়সে আশির দশকে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য হন। নব্বই দশকের গোড়ার দিকে তিনি সৌদি আরব পাড়ি দেন। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি জড়িয়ে পড়েন সৌদি আরব শাখা বিএনপির রাজনীতিতে। দেশ প্রেমিক এই রাজনীতিবিদ ‘৯৮ সালের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের জন্য তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসনের ত্রাণ তহবিল সংগ্রহে ব্যাপক ভূমিকা রাখেন। ২৪ ঘণ্টাই ডুবে থাকেন দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে ফলত, ৯৮ সালে সৌদি আরব শাখা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। এরপর থেকেই নিরলসভাবে কাজ করে যান দলের জন্য এবং সাংগঠনিক কাজে চষে বেড়াচ্ছেন মধ্যপ্রাচ্যে থেকে ইউরোপে। এছাড়া ওয়ান-ইলেভেনের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে মাঠে থেকে তাকে প্রবাসে আন্দোলন গড়ে তোলার দায়িত্ব দেন বিএনপি চেয়ারপারসন। তিনি ২০০৯ সালে পদোন্নতি পেয়ে সৌদি আরব শাখা বিএনপির সভাপতি হন। সাম্প্রতিক আহমদ আলী মুকিবকে দীর্ঘদিনের ত্যাগের মূল্যায়ণ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক দায়িত্ব দেয়া হয়েছে।
বিএনপির দু:সময়ের কান্ডারী আহমদ আলী মুকিব বিগত ২০১৪ সালের ৫ই জানুয়ারি একতরফা নির্বাচন এবং ২০১৮ সালের ভোটার বিহীন নির্বাচনের বিরুদ্ধে প্রবাসে জনমত গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। গুম-খুন, মামলা-হামলাসহ বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে সোচ্চার আন্দোলন গড়ে তুলেন ইউরোপ-মধ্যপ্রাচ্যে।বর্তমান ভোটারবিহীন সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরেন ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউরোপিয়ান পার্লামেন্টের সঙ্গে বিএনপির কূটনৈতিক সম্পর্ক তৈরিতে নেপথ্যে ভূমিকা রাখেন। বিএনপিকে আন্তর্জাতিক অঙ্গনে আইডিসির সদস্য পদ লাভে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া সরকারের প্রতিটি অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে প্রবাসে জোরালো কর্মসূচি পালনে ভূমিকা রাখেন তিনি।
লেখক: আলম হোসেন
Please follow and like us:
20 20