- প্রচ্ছদ
-
- আইন/আদালত
- বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক ছয়দিন পর জামিন পেলেন
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক ছয়দিন পর জামিন পেলেন
প্রকাশ: ১২ এপ্রিল, ২০২২ ৯:১০ পূর্বাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক:- গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তারের ছয়দিন পর জামিন পেলেন বিএনপি নেতা ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিল থানায় নাশকতার মামলায় তার জামিন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্টেট তোফাজ্জল হোসেনের আদালত।
আজকেই তিনি কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবী আইনজীবী এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।
উল্লেখ্য, গত ৬ই এপ্রিল রাজধানীর মতিঝিল এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা লিফলেট বিতরণ কর্মসূচি থেকে ইশরাককে আটক করে পুলিশ। পরে গাড়ি পোড়ানোর পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।।
এদিকে ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনের জামিন পাওয়ার খবরে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বস্তি প্রকাশ করেছেন । তিনি আসা করছেন, সরকার আরকোনো টালবাহানা না করেই আজেই কারাগার থেকে মুক্তি দিবেন ইসরাক হোসেনকে । উল্লেখ্য গ্রেফতারের পর থেকে মহাসচিব ইশরাকের মুক্তি দাবি করে যাচ্ছেন ।এই বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইংসের অন্যতম সদস্য শায়রুল কবির খান ।
Please follow and like us:
20 20