আজ সোমবার | ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৮শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৪৩
বিডি দিনকাল ডেস্ক :- মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আবদুস সালাম মোল্লা’র মাতা সালেহা বেগম বার্ধক্যজনিত কারণে গতকাল বিকেলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। সালেহা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আবদুস সালাম মোল্লা’র মাতা সালেহা বেগমের মৃত্যুতে তার পরিবার-পরিজন ও এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে সমব্যাথী। একজন বয়স্কা ও ধর্মপ্রাণ মহিলা হিসেবে তিনি এলাকার মানুষের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং গভীর শোকে শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আবদুল হাই, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর সরফত আলী সপু, বিএনপি’র ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং বিএনপি’র সহ-যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ অপর এক শোকবার্তায় মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আবদুস সালাম মোল্লা’র মাতা সালেহা বেগমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমা সালেহা বেগমকে একজন পরহেজগার ও পরোপকারী মহিলা হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকে ¤্রয়িমান পরিবারের সদস্যবর্গ ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান। CONDOLENCE OF BNP SEC GENERAL-02-03-21
Dhaka, Bangladesh রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:40 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:42 PM |