বিডি দিনকাল ডেস্ক :- বিএমএ-যশোর এর সাবেক সেক্রেটারী, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-যশোর শাখার সাবেক সাধারণ সম্পাদক ও রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ মোঃ এমদাদুল হক রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “ডাঃ মোঃ এমদাদুল হক এর মৃত্যুতে আমি তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি বিএমএ-যশোর এবং ড্যাব-যশোর শাখাকে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও তার অবদান ছিল অসামান্য। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে তিনি গভীরভাবে বিশ^াসী ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বহুদলীয় গণতান্ত্রিক চেতনাকে দৃঢ়ভাবে বুকে ধারণ করে মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুম ডাঃ মোঃ এমদাদুল হক-কে জান্নাত নসীব ও শোকাহত পরিবারবর্গকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”
CONDOLENCE OF BNP SEC GENERAL-23 JULY 2021